ভারত - বাংলা দেশ সীমান্ত থেকে ৩৩০০বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কফ সিরাপ উদ্ধার । গ্রেপ্তার ২


মুর্শিদাবাদ 10 সেপ্টেম্বর:- বাংলাদেশ পাচারের আগে ৩৩০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ সহ দু-জনকে গ্রেপ্তার করল রাণীনগর থানার পুলিশ।আজ ভোররাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ১১ বস্তা নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে।ধৃত ব্যাক্তিদের নাম শুকচাঁদ মন্ডল ও মোহনলাল সেখ।
রাণীনগর থানার চর রাজনগরের বাসিন্দা  শুকচাঁদ মন্ডল ও হরিহারপাড়া থানার দ্বাস্তুরপাড়ার বাসিন্দা  মোহনলাল সেখ।
রানিনগর থানার OC অরূপ রায় জানান, লাগাতার সীমান্ত এলাকায় নজরদারি চালিয়ে গত দু’মাসে কয়েক হাজার বোতল কাশির সিরাপ সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুজোর আগে সীমান্তে আরও কড়াকড়ি করা হচ্ছে তাই আবারও  ৩৩০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ সহ ২ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।কাল ধৃত পাচারকারীদের আদালতে তোলা হবে ।এই পাচার চক্রের সঙ্গে আর করা জড়িত আছে তা খতিয়ে দেখতে  ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করব বলে জানান তিনি ।
ভারত - বাংলা দেশ সীমান্ত থেকে ৩৩০০বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কফ সিরাপ উদ্ধার । গ্রেপ্তার ২ ভারত - বাংলা দেশ সীমান্ত থেকে ৩৩০০বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কফ সিরাপ  উদ্ধার । গ্রেপ্তার ২ Reviewed by Dhuliyan City on 06:09 Rating: 5
Powered by Blogger.