প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পুরো জরুরি বিভাগ তালা বন্ধ

ফারাক্কা ৯ সেপ্টেম্বর : ফারাক্কার অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পুরো জরুরি বিভাগ তালা বন্ধ, এমনটা চিত্র দেখা যায় আজ । বড় করে লেখা আছে  হাসপাতাল বন্ধ,

স্থানীয়দের কাছে জানাযায় গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধের পরে,একজন রোগীর পরিজনের সঙ্গে ভারপ্রাপ্ত চিকিৎসক ডঃ আশিষ অধিকারির সাথে বসচা শুরু হয় ।

সকাল দিকে রোগীর আত্মীয়রা দেখে  বর্হিবিভাগ ও জরুরি বিভাগে তালা বন্ধ , ডঃ আশিষ অধিকারের  অনুপস্তিতির শোনা যায় । ডঃ আশিষ অধিকারীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান ,
গ্রামবাসীর ও রোগীর আত্মীয়দের অনুমানিক  অসংখ্য কাল রাত্রের ঘটনার জেরে ডঃ বাবু  গভীররাত্রে বা প্রাত্যভোরে হাসপাতালের ভেতরে নিজের সরকারি বাসভবন ও পুরো জরুরি বিভাগ তালা বন্ধ করে কোথায় চলে যান । আজ প্রায় কয়েকশো রুগী চিকিৎসা করাতে এসে ঘুড়ে যান।  ও আর  একজন ডঃ আছেন , কিন্তু তিনি যে কোথায় আছেন তাঁর ও কোনো খবর পাওয়া যায়নি ।

অবশেষে BMOH ও ফরাক্কা থানার প্রশাসন কে সব ঘটনা জানানো হয়। এদিন বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে  ডঃ শম্ভু বিশ্বাস কে নিয়ে আসেন প্রায় বেলা ১২ টা নাগাদ, এবং সব ঘরের তালা ভেঙে তিনি জরুরি বিভাগে চিকিৎসা শুরু করেন ।

তবে এখনও কয়েকটা প্রশ্ন থেকে যায় ..?

১) অধিকারি বাবুর এই দায়িত্ব-জ্ঞানহীন কাজের জন্য BMOH ও স্বাস্থ্যদফতর কি শাস্তি ধার্য করবেন.?

২) সাধারণ মানুষ অর্থাৎ রুগীদের হয়রানির দায়িত্ব কার.?

৩) রাত্রে প্রয়োজনীয় গ্রুপ ডি কর্মী ও অন্যান্য স্ট্যাফ থাকা সত্বেও তারা কেউ কেন তালা বন্ধ করার বিষয় লক্ষ করলোনা বা কেউ বাধা কেন দেয়নি.??

৪) চিকিৎসক ও চিকিৎসার অভাবে ভুকতে হবে স্বাস্থ্য কেন্দ্রে এসে সাধারণ মানুষ আর কতদিন এই ধরনের দুর্ভোগ সহ্য করবে.?

প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পুরো জরুরি বিভাগ তালা বন্ধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পুরো জরুরি বিভাগ তালা বন্ধ Reviewed by Dhuliyan City on 10:28 Rating: 5

No comments:

Powered by Blogger.