কালভার্ট হলেই পোলিও খাওয়াবেন বাচ্চাদের, বিক্ষোভ সাগরদিঘিতে

সাগরদিঘি, ১০ সেপ্টেম্বর : কালভার্টের দাবিতে পোলিও বয়কট করলেন স্থানীয় বাসিন্দারা। আজ সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির গোবর্ধনডাঙা গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া গ্রামে। বাচ্চাদের হাতে পোস্টার ধরিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। তবে বাচ্চাদের পথে নামানোর ঘটনার প্রতিবাদ করেছেন অনেকেই। এদিকে, খবর পেয়ে প্রশাসনিক কর্তারা ঘটনাস্থানে যান। পরে BDO-র হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

কিছুদিন আগে ওই গ্রামের মধ্যে একটি কালভার্ট তৈরি করা হচ্ছিল। পরে সেই কাজ বন্ধ দেওয়া হয়। আর সেই কালভার্ট তৈরির দাবি নিয়েই আজ পোলিও বয়কট করার সিদ্ধান্ত নেন স্থানীয় বাসিন্দারা। এর জন্য বাচ্চাদেরও পথে নামানো হয়। প্রশাসনিক কর্তারা ঘটনাস্থানে গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। 

এরপর BDO ঘটনাস্থানে যান। কিন্তু, তাঁর আশ্বাসেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ১০০ শিশুর মধ্যে মাত্র ১৬ জনকে পোলিও খাওয়ানো সম্ভব হয়েছে। এদিকে বিষয়টি সমাধানের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে বিকল্প জায়গা চেয়েছেন BDO। 

BDO বলেন, “ফিসারি ডিপার্টমেন্টের তরফে গ্রামের মধ্যে কালভার্ট তৈরি করার ওয়ার্কঅর্ডার দেওয়া হয়েছিল। গ্রাউন্ড লেভেলের কাজ হয়ে যাওয়ার পর কন্ট্রাক্টর বিল ক্লিয়ার করতে যান। কিন্তু, সেই বিল তারা পায়নি। পরে জানা যায় এই কালভার্ট তৈরির ব্যাপারে অর্থ দপ্তরের কোনও অনুমোদন ছিল না। তাই এরপরই কাজ বন্ধ করে দেওয়া হয়। এখন স্থানীয় বাসিন্দারা বলছেন কালভার্ট না হলে আমরা পোলিও খাওয়াব না। ১৬টি পরিবার বাচ্চাকে পোলিও খাওয়াতে রাজি হলেও ৮৪টি পরিবার আন্দোলন থেকে সরে আসেনি।” 

সূত্রঃ eenadu India

কালভার্ট হলেই পোলিও খাওয়াবেন বাচ্চাদের, বিক্ষোভ সাগরদিঘিতে কালভার্ট হলেই পোলিও খাওয়াবেন বাচ্চাদের, বিক্ষোভ সাগরদিঘিতে Reviewed by Dhuliyan City on 08:21 Rating: 5

No comments:

Powered by Blogger.