লোডশেডিং আর লো ভোল্টেজে জেরবার সামশেরগঞ্জের মানুষ

মহঃ সাজিরুদ্দিন,ধুলিয়ান ৫সেপ্টেম্বর :-  সামশেরগঞ্জ  লোডশেডিং আর লো ভোল্টেজে জেরবার সামশেরগঞ্জের বাসিন্দারা। সকাল থেকে বিকাল তো বটেই রাতের বেশিরভাগ অংশই গরমে ছটপট করতে হচ্ছে সাধারণ মানুষকে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
  লোডশেডিং এর সমস্যা নতুন নয়, বহুদিনের। প্রায় বিকেল গড়ালেই লোডশেডিং এর জ্বালায় অতিষ্ঠ আমজনতা থেকে ব্যবসীক মহল। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও উল্লেখযোগ্য প্রতিকার পাওয়া যায় নি। ঈদের জমজমায়ি বাজারেও বারেবারে পালাচ্ছে বিদ্যুৎ। তার উপরে যতক্ষন থাকছে পুরো সময় জুড়েই লো ভোল্টেজ। মোবাইলে চার্জ থেকে শুরু করে মাথার উপরে থাকা ফ্যান, চলছে কোনো কিছুই। ব্যবসিকদের তো বটেই চরম ভোগান্তি পড়েছে স্কুল ছাত্রছাত্রীরা। বিদ্যুৎ না থাকার ফলে ভালোভাবে পড়াশুনা করতে পারছেন না তারা। দেশ ডিজিটালের পথে এগোলেও কবে মিলবে এই উপযুক্ত বিদ্যুৎ পরিষেবা, কবে মানুষ লো ভোল্টেজের হাত থেকে রক্ষা পাবে? উঠছে প্রশ্ন।__

লোডশেডিং আর লো ভোল্টেজে জেরবার সামশেরগঞ্জের মানুষ লোডশেডিং আর লো ভোল্টেজে জেরবার সামশেরগঞ্জের মানুষ Reviewed by Dhuliyan City on 07:51 Rating: 5

No comments:

Powered by Blogger.