জাকির হোসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিক -এ পালিত হল শিক্ষক দিবস

সুতি ৫ সেপ্টেম্বর: ৫ ই সেপ্টেম্বর আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষক তথা  দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ।
বক্তব্য রাখতে গিয়ে জাকির হোসেন বলেন- ছাত্র/ছাত্রীরা যেন আজকের মতো বাকি দিন গুলোও যেন শিক্ষকের সম্মান করে। আর তারা যেন ভালোভাবে পড়াশোনা করে রাজ্য সহ সারা দেশের মান উচু করে।
আজ সুতির অরাঙ্গাবাদের জাকির হোসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিক -এ পালিত হল শিক্ষক দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের  প্রেসিডেন্ট মিরা বিবি, প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষক/শিক্ষিকা , এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাষ্ট -এর প্রেসিডেন্ট দিপক দাস, কর্নধর তথা পঃবঃ সরকারের প্রতি মন্ত্রী মাননীয় জাকির হোসেন মহাশয়।
আজ  দেশ জুরে পালিত হচ্ছে ডাঃ সবর্পল্লী রাধাকৃষ্ণন জন্মদিন । তার এই জন্মদিন স্বরন করে পালিত হয় শিক্ষক দিবস।
জাকির হোসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিক -এ পালিত হল শিক্ষক দিবস জাকির হোসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিক -এ পালিত হল শিক্ষক দিবস Reviewed by Dhuliyan City on 07:41 Rating: 5
Powered by Blogger.