ধুলিয়ান ৫ সেপ্টেম্বর :গঙ্গার জল স্তর কমার সাথে সাথে ভাঙ্গন ধারা অব্যাহত । মালদা জেলার কালিয়াচক ৩ নং ব্লকের অন্তর্গত পারদেওনাপুর ,শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন এইমাত্র পার অনুপনগর প্রাথমিক বিদ্যালয়ের একাংশ নদী গর্ভে তলিয়ে যায় আজ ।
উত্তর বঙ্গে বর্ষার জেরে গঙ্গার জল স্তর বাড়লে বিগত দিন কয়েক ধরে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছিল মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের পারদেওনাপুর,সভাপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে। ইতিমধ্যে গঙ্গাগর্ভে তলিয়েছে শতাধিক ঘরবাড়ি। ভিটে মাটি হারিয়ে দিশেহারা এই সমস্ত পরিবার। বর্তমানে এই সমস্ত পরিবারের আশ্রয় খোলা আকাশের নিচে। পার অনুপনগর গ্রামের একটি মাত্র প্রাথমিক বিদ্যালয় আছে সেই স্কুলের কিছুটা অংশ গঙ্গার জল স্তর বাড়ার সাথে গঙ্গার গর্ভে বিলীন হয়ে যায় । আস্তে আস্তে জল স্তর কমার সাথে আজ পার অনুপনগর প্রাথমিক বিদ্যালযের একাংশ অংশ ধসে যায় ।
প্রাথমিক বিদ্যালয় ভেঙে পড়ছে
গঙ্গার জল স্তর কমার সাথে সাথে ভাঙ্গন ধারা অব্যাহত পার অনুপনগর প্রাথমিক বিদ্যালয়
Reviewed by Dhuliyan City
on
01:45
Rating:
Reviewed by Dhuliyan City
on
01:45
Rating:
