ধুলিয়ান টাউন লাইব্রেরী-তে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিন শিক্ষক দিবস উদযাপন করা হয়

ধুলিয়ান ৫ সেপ্টেম্বর :- একজন আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ৫ই সেপ্টেম্বর, ১৮৮৮ সালে তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।সেই থেকে এই দিনটি ভারতে শিক্ষক দিবসরূপে পালিত হয়ে চলেছে। আজ  দেশ জুরে পালিত হচ্ছে ডাঃ সবর্পল্লী রাধাকৃষ্ণন জন্মদিন । তার এই জন্মদিন স্বরন করে পালিত হয় শিক্ষক দিবস।এদিন  ধুলিয়ান টাউন লাইব্রেরী-তে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিন শিক্ষক দিবস  উদযাপন করা হয়ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন ‘

জন্মদিনের পরিবর্তে ৫ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদ্‌যাপিত হয় তবে আমি বিশেষরূপে অনুগ্রহ লাভ করবো।’

ধুলিয়ান টাউন লাইব্রেরী-তে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিন শিক্ষক দিবস উদযাপন করা হয় ধুলিয়ান টাউন লাইব্রেরী-তে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিন শিক্ষক দিবস  উদযাপন করা হয় Reviewed by Dhuliyan City on 08:40 Rating: 5
Powered by Blogger.