‘ইয়েস স্যার’ বা ‘ইয়েস ম্যাম’ নয়, রোল কলে এবার বাধ্যতামূলক ‘জয় হিন্দ’

ভোপাল: মধ্যপ্রদেশের স্কুল শিক্ষামন্ত্রী কুঁওর বিজয় শাহ জারি করেছেন এক নয়া ফরমান৷ আর সেই ফরমানকে ঘিরেই এখন চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন জায়গায়৷ এমনকি তা জায়গা করে নিয়েছে সংবাদের শিরোনামেও৷ কারণ বিজয় শাহ জানিয়েছেন, সরকারী স্কুলে ছাত্র-ছাত্রীদের এবার স্কুলে উপস্থিত হওয়ার পর, উপস্থিত বা ইয়েস স্যার বা প্রেজেন্ট প্লিজ জাতীয় দীর্ঘদিন ধরে চলে আসা এই শব্দগুলির পরিবর্তে বলতে হবে জয় হিন্দ৷

সাতনা-তে বিজয় শাহ জানান, স্কুলে উপস্থিত হওয়ার পর, অ্যাটেনডেন্সের সময় বা রোল কলের সময় ছাত্র ছাত্রীরা ইয়েস ম্যাম, ইয়েস স্যার সাধারণত বলে থাকে৷ কিন্তু এবার থেকে তা হবে না৷ সব সরকারী স্কুলে বাচ্চাদের উপস্থিতি জানান দিতে হবে জয় হিন্দ বলে৷ আর ১অক্টোবর থেকেই লাগু হচ্ছে এই নয়া নিয়ম৷

শিক্ষামন্ত্রী তার এই সিদ্ধান্তের পিছনের কারণ হিসেবে মনে করা হচ্ছে, জয় হিন্দ বলার মাধ্যমে ছোটদের মনে দেশপ্রেমের ভাবনা জেগে উঠবে ৷ আর এমন অভিনব পদক্ষেপের শুরুটা হতে চলেছে সাতনার সমস্ত সরকারী স্কুল থেকেই৷ যদিও সমগ্র রাজ্যে এই নিয়ম লাগু করা হবে বলেই জানা গিয়েছে৷
তবে একাংশের মধ্যে আবার বিষয়টিকে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে৷ এভাবে জয় হিন্দ-কে লাগু করা উচিত কি না সে নিয়েও চলছে সমালোচনা৷

সূত্রঃ kolkata 24×7

‘ইয়েস স্যার’ বা ‘ইয়েস ম্যাম’ নয়, রোল কলে এবার বাধ্যতামূলক ‘জয় হিন্দ’ ‘ইয়েস স্যার’ বা ‘ইয়েস ম্যাম’ নয়, রোল কলে এবার বাধ্যতামূলক ‘জয় হিন্দ’ Reviewed by Dhuliyan City on 07:41 Rating: 5

No comments:

Powered by Blogger.