জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সিনিয়র নক আউট ফুটবল প্রতিযোগিতার

বহরমপুর ১৩ সেপ্টেম্বর :মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সিনিয়র নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা বহরমপুর স্টেডিয়ামে আয়োজিত হল। এই খেলায় মুখোমুখি হয়েছিল ব্রজ ভূষণ স্মৃতি সমিতি ও অভ্যুদয় সঙ্ঘ। দর্শক পরিপূর্ণ স্টেডিয়ামে মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সুস্ঠ ব্যবস্থাপনায় আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠেছিল এই ফাইনাল। খেলার প্রথম অর্ধে খেলা শুরুর প্রথমে অভ্যুদয় সঙ্ঘ কিছু আক্রমণ সানালেও আস্তে আস্তে খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ব্রজ ভূষণ স্মৃতি সমিতি খেলার 9 মিনিটের মাথায় ব্রজ ভূষণ স্মৃতি সমিতির মনোজিৎ কর্মকার প্রথম গোলটি করেন তার ঠিক 2 মিনিট পরে আবারো সেই নিজের এবং দলের দ্বিতীয় গোল টি করেন। এরপর শুধুই ব্রজ ভূষণ স্মৃতি সমিতি। এরপর খেলার 30 মিনিটের মাথায় তারিক আজিজ ব্রজ ভূষণ স্মৃতি সমিতির হয়ে তৃতীয় গোল টি করেন এরপর খেলার 41 মিনিটের মাথায় মনোজিৎ তার হ্যাটট্রিক সম্পন্ন করেন এবং ব্রজ ভূষণ স্মৃতি সমিতি 4-0 গোলে এগিয়ে যায়। প্রথমার্ধ শেষ হয় 4-0 ফলাফলে। এরপর দ্বিতীয়ার্ধে অভ্যুদয় সঙ্ঘ জোর উদ্যমে খেলা শুরু করে এবং খেলার 65 মিনিটের মাথায় অভ্যুদয় সঙ্ঘের সৌগত হাঁসদা ব্যবধান কমান। এরপর অভ্যুদয় সঙ্ঘ অনেক সহজ সুযোগ তৈরি করলেও জালে বল জরাতে ব্যর্থ হয়। সুযোগ নষ্ট না করলে ফল অন্যরকম হতেই পারত কিন্তু রেফারি শেষ বাঁশি বাজানোর সময় ফলাফল ব্রজ ভূষণ স্মৃতি সমিতি 4- অভ্যুদয় সঙ্ঘ 1। ব্রজ ভূষণ স্মৃতি সমিতি চ্যাম্পিয়ন হল ব্রজ ভূষণ স্মৃতি সমিতি। এরপর পুরস্কার বিতরনি অনুষ্ঠানের মাধ্যমে ট্রফি ও সংশা পত্র দেওয়া হয় এই বছরের জুনিয়র সিনিয়র ও নক আউট ফুটবল প্রতিযোগিতার বিজয়ী ও বিজিত দের।।

সূত্রঃ ntvwb

জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সিনিয়র নক আউট ফুটবল প্রতিযোগিতার জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সিনিয়র নক আউট ফুটবল প্রতিযোগিতার Reviewed by Dhuliyan City on 08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.