কলকাতা হাই কোর্টের নির্দেশ মাদ্রাসায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করুক কমিশন

কলকাতা ১৩ সেপ্টেম্বর : রাজ্যের সরকারি মাদ্রাসাগুলিতে দীর্ঘ পাঁচ বছর ধরে নিয়োগ নেই। মাদ্রাসা সার্ভিস কমিশনের ষষ্ঠ এসএলএসটি-এর লিখিত পরীক্ষা হয়েছিল ২০১৪ সালে।ফল প্ৰকাশ হয় দীর্ঘ একবছর পরে ২০১৬সালের ৫ই সেপ্টেম্বর কিন্তু এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও  নিয়োগ প্রক্রিয়া শুরু করে নি কমিশন।ফলে চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে আছেন কমিশনের ষষ্ঠ এসএলএসটি-এর উত্তীর্ণ চাকুরি প্রার্থীরা।কারণ এখনো তাঁদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়নি।মাদ্রাসা সংক্রান্ত বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন বলে নিয়োগ করা যাচ্ছে না,অভিমত কমিশনের।এই ব্যাপারে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম ষষ্ঠ এসএলএসটি-উত্তীর্ণ চাকুরি প্রার্থীদের নিয়ে লাগাতার গণতান্ত্রিক পদ্ধতিতে ও আইনি লড়াই করে যাচ্ছে।
গত ১১ই সেপ্টেম্বর২০১৭ মোঃ জাবিউল্লাহ বনাম পশ্চিমবঙ্গ সরকার [কেস নং-W. P. No.-30274 (W) of 2016]এর মামলা শুনানির পর কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ ব‍্যানার্জী মাদ্রাসা সার্ভিস কমিসনকে নিয়োগ প্রক্রিয়া  শুরু করার জন্য নির্দেশ  দেন।
গত ২৪/০৪/২০১৭ তারিখে সুপ্রিম কোর্টেও 'লিভগ্রান্ডে'র ফলে মাদ্রাসায় কমিশনের মাধ্যমে নিয়োগের কোন  বাধা ছিলনা।যদিও কমিশন তার পরেও নিয়োগ প্রক্রিয়া শুরু করে নি। কিন্তু গত ১১ই সেপ্টেম্বরের  হাইকোর্টের রায়ের পর কমিশনের নিয়োগ করতে আর কোন আইনি বাধা রইলনা বলে মনে করেন বিশেষজ্ঞ মহল।
এই বিষয়ে ফোরাম সভাপতি ইসরারুল হক মন্ডল বলেন-"দীর্ঘ আইনি লড়াই আমরা করে যাচ্ছি মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের দাবিতে।আমাদের সঙ্গে কমিসনের ষষ্ঠ এসএলএসটি-এর লিখিত পরীক্ষায় সফল চাকুরি প্রার্থীরা  ধৈর্য্যের সাথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।আশাকরি নবান্ন অতি দ্রুত কমিশনকে  নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিবে।ফোরাম শীঘ্রই  নিয়োগের দাবিতে কমিশনকে ডেপুটেশন  দিবে আগামী ২১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে।কারণ আমরা চায় পূজোর মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া  সম্পূর্ণ করতে  হবে।কমিশন এতদিন কোর্টের লিখিত নির্দেশিকা নেই বলে বাহানা করছিল।এখন তো কলকাতা হাই কোর্ট নিয়োগ করার জন্য কমিশনকে লিখিত নির্দেশ দিয়েছে"।
উল্লেখ্য, রাজ্যের ৬১৪ টি সরকারি অনুমদিত ও অনুদান প্রাপ্ত মাদ্রাসার শিক্ষাব্যবস্থা ভেঙ্গে পড়েছে শিক্ষকের অভাবে। আর এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে মাদ্রাসায় পাঠরত ছাত্র-ছাত্রীদের উপর। এর ফলে রাজ্যের একটা বৃহৎ অংশ আধুনিক শিক্ষার সুফল থেকে বঞ্চিত হচ্ছে।মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রের খবর কোর্টের অর্ডার কপি ও নবান্ন থেকে নির্দেশিকা পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ

কলকাতা হাই কোর্টের নির্দেশ মাদ্রাসায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করুক কমিশন কলকাতা হাই কোর্টের নির্দেশ মাদ্রাসায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করুক কমিশন Reviewed by Dhuliyan City on 07:28 Rating: 5

No comments:

Powered by Blogger.