আহিরন ব্রিজে ভয়াবহ ফাটল

ধুলিয়ান ১৩ সেপ্টেম্বর :- মুর্শিদাবাদের আহিরন ব্রিজে ভয়াবহ ফাটল, ব্রিজের অবস্থা এতটাই খারাপ যে। ব্রিজ থেকে নিচের ফিডার ক্যানেলের জল স্পষ্ট দেখা যাচ্ছে। মাস খানের আগে এই ব্রিজে ফাঁটল দেখা যায়, যুদ্ধ কালিং তৎপরতায় সেই ফাটল মেরামত করা হয়। কিন্তু কয়েক দিন যেতে না যেতে আবাও ফাটল, পরিস্থতি এতটাই খারাপ যে লহার রড বেরিয়ে গিয়েছে। এই ব্রিজের উপর দিয়েই অন্যতম ব্যস্থ ৩৪ নাম্বার জাতীয় সড়ক গিয়েছে। প্রতিদিন প্রায় কয়ক হাজার গাড়ি এই ব্রিজ দিয়ে যারাযাত করে। ব্রিজ বন্ধ হয়ে গেলে উত্তর বঙ্গের সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যাবে। মাসের পর মাস এই ব্রিজের অবস্থা ক্রমাগত খারাপ হতে চলেছে। এই বিষয় নিয়ে ফরাক্কা ব্যারেজের জি,এম অরুন কুমার সিং বলেন এটি আমাদের এক্তিয়ারে পরে না। এটি রাজ্য সরকারের জঙ্গীপুরের এস, ডি,ও কৃতিকা সর্মা জানয় আমি আগে খোঁজ নি তারপর এই বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেব।

সূত্রঃ ntvwb

আহিরন ব্রিজে ভয়াবহ ফাটল আহিরন ব্রিজে ভয়াবহ ফাটল Reviewed by Dhuliyan City on 19:40 Rating: 5

No comments:

Powered by Blogger.