মা কে খুনের দায়ে ছেলের জাবজ্জীবন সাজা দিল আদালত

মুর্শিদাবাদ, ১২ সেপ্টেম্বর :স্ত্রীর কথা শুনে নিজের গর্বধারীনি  মা জামিরুন বিবিকে খুনের ঘটনায় মুর্শিদাবাদের  ভরতপুরের হরিশ্চন্দ্রপুর গ্রামের বাসিন্দা আসাদুল্লা শেখের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মুর্শিদাবাদ জেলা আদালত। ২০১২ সালে মাকে খুন করে আসাদুল্লা।আইনজীবীর বক্তব্য ২০১২ সালের ২২ সেপ্টেম্বর দুপুরে কলের মাথা খোলাকে কেন্দ্র করে বচসা শুরু হয় জামিরুন বিবি ও তার বৌমার মধ্যে। জামিরুন বিবির ছেলে আসাদুল্লা শেখ কে তার স্ত্রী সাথে ঝগড়া করতে দেখে ঘর থেকে বেরিয়ে ওই কলের হাতল দিয়েই তাঁর মাকে মাথায় আঘাত করে। ঘটনাস্থানে মৃত্যু হয় জামিরুন বিবির। পরে ভরতপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনার প্রেক্ষিতে জামিরুন বিবির স্বামী গুলজ়ার শেখ ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় ছেলে আসাদুল্লা শেখ ও বৌমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগের ভিত্তিতে ভরতপুর থানার পুলিশ আসাদুল্লাকে গ্রেপ্তার করে কান্দি মহকুমা আদালতে পাঠায়। এরপর থেকে জেল হেপাজতে ছিল সে। এই খুনের ঘটনায় ন’জনের সাক্ষ্য নেওয়া হয়।
আজ জেলা অতিরিক্ত দায়রা আদালতের বিচারপতি সন্দীপকুমার মান্না অভিযুক্ত আসাদুল্লা শেখের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছ’মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এই বিচারে খুশি মৃতার পরিবারের সদস্যরা। 

সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ

মা কে খুনের দায়ে ছেলের জাবজ্জীবন সাজা দিল আদালত মা কে খুনের দায়ে ছেলের জাবজ্জীবন সাজা দিল আদালত Reviewed by Dhuliyan City on 10:15 Rating: 5

No comments:

Powered by Blogger.