ফরাক্কা ১৩ সেপ্টেম্বর -:ফরাক্কা ব্যারেজে প্রকল্পের শুন্য পথ পুরন করা সহ ৯ দফা দাবীর ভিত্তিতে
ফরাক্কা বাঁধ প্রকল্পের যৌথ সংগ্রাম কমেটি ও ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট অ্যাসোসিয়েশন মৌন মিছিল ও গন অবস্থান বিক্ষোব শুরু করেছে।আজ ব্যারেজের কর্মিরা ফরাক্কা ব্যারেজ প্রজেক্টের শুন্য পদ পুরন,ফরাক্কা ব্যারেজ কলোনি কে জঙ্গল মুক্ত করতে হবে, ব্যারেজের স্কুল গুলিতে পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। পাকাপাকিভাবে পড়াশুনা করার মান তৈরি করতে হবে। কর্মীদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা সর্বাক্ষন পরিষেবা যাহাতে পাওয়া যায় তার ব্যাবস্থা করা । গঙ্গা নদী বক্ষে চর অপসারন করে গঙ্গা নদীর নাব্যতা বৃদ্ধি করা। সেই সাথে কর্মিদের মৃতকালে তার পরিজন দের চাকরির দেওয়া সহ নানা বিষয় নিয়ে তারা আজ অন্দোলন শুরু করেছে।আন্দলন কারিদের দাবী যতকক্ষন আমাদের দাবী না মানা হবে ততক্ষন আমাদের কর্মসুচি চলবে।
সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ
Reviewed by Dhuliyan City
on
04:16
Rating:
No comments: