সুতি ১৮ সেপ্টেম্বর :- বিড়ি শ্রমিকদের গৃহনির্মাণ প্রকল্পের তালিকা অবৈধ ভাবে তৈরি করেছে, যারা রোধ, জল মাধায় নিয়ে লাইনে দাড়িয়ে ফর্ম জমা দিয়েছিল তাদের তালিকায় নাম না আসায় ক্ষোবের সৃষ্টি হয়েছে বিড়ি শ্রমিকদের মধ্যে।আজ সেই কারনে মুর্শিদাবাদের নিমতিতা বিড়ি শ্রমিক কল্যান হাসপাতালে সামনে জরো হয়ে ক্ষোব উগড়ে দেন বিড়ি শ্রমিকরা।জানা যায় ২০১৬ সালের সেপ্টেম্বার মাসে বিড়ি শ্রমিকদের জন্য গৃহনির্মাণ করে দেবে কেন্দ্রীয় শ্রম দফতর সেই মতো সেই সময় ১৭ হাজার ৫৭১ জন বিড়ি শ্রমিক ফর্ম জমাদেন। তার পরে গত বৃহস্পতিববার ১৩৫৬ জনের তালিকা টাঙানো হয় নিমতিতা বিড়ি শ্রমিক হাসপাতালে। তাতে দেখা যায় সময় মতো যারা জমা দিয়েছিল তাদের নাম তালিকায় নেই। হাসপাতালের দালাল চক্রের মারফত পরে জমা দেওয়া দের নাম রাতারাতি বদলে দেয় হাসপাতালের দুই কর্মি সুশান্ত পাল, ও সঞ্জিব দাস বলে অভিযোগ। বিড়ি শ্রমিকদের আরো দাবী ফর্ম জমা নেওয়ার সময় কোন রকম সিরিয়াল বা তারিখ দেয় নি, যেখানে উল্লেখ্য ছিল যে ফর্মি জমা ডেট, টাইম, সহ বিড়ি কার্ডের নাম্বার লিখে রিসিভ করবে তাতে দেখা যায় নিমতিতা যে ফর্ম জমা নিয়েছিল তারা কোন নাম, ঠিকানা, বা ডেট টাইম, কোন কিছু লিখা নেই তা থেকে পরিস্কার হয় যে পুরোপুরি অবৈধ ভাবে হাসপাতালের কর্মিরা এমন টা করছেন। বিড়ি শ্রমিকদের আরো অভিযোগ পুরোপুরি টাকার বিনিময়ে এই ভাবে এই তালিকা তৈরি করা হয়েছে। এদিকে বিড়ি শ্রমিক দের কয়েক জন আজই তালিকা বাতিল করে নতুন করে ফর্ম জমা নিয়ে সরাসরি দফতর এই কাজ করুক, এই তালিকা অবৈধ তা বাতিল করার জন্য হাই কোটের দারস্ত হয়েছে। হাই কোর্টের আইন জিবি সুপ্রিয় কুমার দাস বলেন যে তালিকা কতৃপক্ষ তৈরি করেছে তা অবৈধ তা কোর্ট কে জানানো হয়েছে।
[18/09, 2:53 p.m.] Maidul Jeunalist: মইদুল ইসলম,,সুতি,,- বিড়ি শ্রমিকদের গৃহনির্মাণ প্রকল্পের তালিকা অবৈধ ভাবে তৈরি করেছে, যারা রোধ, জল মাধায় নিয়ে লাইনে দাড়িয়ে ফর্ম জমা দিয়েছিল তাদের তালিকায় নাম না আসায় ক্ষোবের সৃষ্টি হয়েছে বিড়ি শ্রমিকদের মধ্যে।আজ সেই কারনে মুর্শিদাবাদের নিমতিতা বিড়ি শ্রমিক কল্যান হাসপাতালে সামনে জরো হয়ে ক্ষোব উগড়ে দেন বিড়ি শ্রমিকরা।জানা যায় ২০১৬ সালের সেপ্টেম্বার মাসে বিড়ি শ্রমিকদের জন্য গৃহনির্মাণ করে দেবে কেন্দ্রীয় শ্রম দফতর সেই মতো সেই সময় ১৭ হাজার ৫৭১ জন বিড়ি শ্রমিক ফর্ম জমাদেন। তার পরে গত বৃহস্পতিববার ১৩৫৬ জনের তালিকা টাঙানো হয় নিমতিতা বিড়ি শ্রমিক হাসপাতালে। তাতে দেখা যায় সময় মতো যারা জমা দিয়েছিল তাদের নাম তালিকায় নেই। হাসপাতালের দালাল চক্রের মারফত পরে জমা দেওয়া দের নাম রাতারাতি বদলে দেয় হাসপাতালের দুই কর্মি সুশান্ত পাল, ও সঞ্জিব দাস বলে অভিযোগ। বিড়ি শ্রমিকদের আরো দাবী ফর্ম জমা নেওয়ার সময় কোন রকম সিরিয়াল বা তারিখ দেয় নি, যেখানে উল্লেখ্য ছিল যে ফর্মি জমা ডেট, টাইম, সহ বিড়ি কার্ডের নাম্বার লিখে রিসিভ করবে তাতে দেখা যায় নিমতিতা যে ফর্ম জমা নিয়েছিল তারা কোন নাম, ঠিকানা, বা ডেট টাইম, কোন কিছু লিখা নেই তা থেকে পরিস্কার হয় যে পুরোপুরি অবৈধ ভাবে হাসপাতালের কর্মিরা এমন টা করছেন। বিড়ি শ্রমিকদের আরো অভিযোগ পুরোপুরি টাকার বিনিময়ে এই ভাবে এই তালিকা তৈরি করা হয়েছে। এদিকে বিড়ি শ্রমিক দের কয়েক জন আজই তালিকা বাতিল করে নতুন করে ফর্ম জমা নিয়ে সরাসরি দফতর এই কাজ করুক, এই তালিকা অবৈধ তা বাতিল করার জন্য হাই কোটের দারস্ত হয়েছে। হাই কোর্টের আইন জিবি সুপ্রিয় কুমার দাস বলেন যে তালিকা কতৃপক্ষ তৈরি করেছে তা অবৈধ তা কোর্ট কে জানানো হয়েছে।এদিকে বিড়ি শ্রমিক কল্যান হাসপাতালের এমন কারচুপির ঘটনা কথা মানতে নারাজ নিমতিতা বিড়ি কল্যান হাসপাতাল। তাদের দাবী আমরা ১ থেকে ২৫০০ সিরিয়ালের ফর্ম দফতরে পাঠায় তারা যেটা ঠিক সেটা করেছে। কেন ১ - ২৫০০ পাঠানো হলো? কেন সব গুলি ফর্ম পাঠানো হলোনা উত্তরে তাদের সাফাই আগে আসার ভিত্তি করে এই ফর্ম পাঠানো হয়। তাদের আরো সাফাই আমরা কোন রকম কারচুপি করিনি। তবে রেজিস্টার খাতায় কয়েক জায়গায় ডাবল সিরিয়াল কেন। কেন কর্মিদের ফর্ম জমার সময় তাদের নাম ঠিকানা, বিড়ির কার্ড নাম্বার এবং ডেট টাইম লিখা হয়নি। মানুষদের ফর্মগুলি জমা নিয়ে সধু সিল মেরে ধরিয়ে দেওয়া হয়েছে। রেজিস্টার খাতায় পরে ডেট টাইম নিজেরা কেন লিখলো তার কোন উত্তর তারা দিতে চাইনি। বিড়ি শ্রমিক নেতা সুতির কংগ্রেস বিধায়ক হুমায়ন রেজা বলেন এমন ঘটনা হলে সত্যি আমরা দূঃখজনক। আমি দফতরের সাথে কথা বলবো এমন কেন করা হয়েছে জমা নেওয়ার সময় কেন সিরিয়াল দেয়নি কেন এমন করেছে খোজ নিয়ে যা করার করবো।এমন ঘটনা হলে তার প্রতিবাদ করার দরকার আছে, তাই আমরা খোজ নিয়ে দেখে তাদের বিরুদ্ধ দরকারে বিড়ি শ্রমিকদের নিয়ে আন্দলনে নামবো বলে জানায় ডান বাম দুই বিড়ি শ্রমিক সংগঠন গুলি।
সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ
Reviewed by Dhuliyan City
on
03:00
Rating:
No comments: