সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেয়ে খুশী স্কুল পড়ুয়ারা

ধুলিয়ান ১৮ সেপ্টেম্বর :- রাজ্য সরকারের  সবুজ সাথী  প্রকল্প , সাইকেল বিতরণ । সামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত বহরাগাছি হাইস্কুলের দশম শ্রেণীর  ছাত্রীদের আজ সাইকেল বিতরণ অনুষ্ঠান । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও জয়দেব চক্রবর্তী ও সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নাজেরা বিবি , বিশেষ অতিথি গন । সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ সূচনা করেন সামসেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম । বহরাগাছি হাইস্কুলের দশম শ্রেণীর ২৬৯ জন ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হলো ।  সামশেরগঞ্জ বিডিও জয়দেব চক্রবর্তী জানান ,  স্কুল পড়ুয়ারা  ২ - ৩ দিন কিলোমিটার পায়ে হেঁটে বিদ্যালয় আসতে হলে অনেক পড়ুয়ারা বিদ্যালয় ছেড়ে দেয় ।  স্কুল পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে আজ সাইকেল বিতরণ করা হয় । রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে  সাইকেলের  পেয়ে স্কুল পড়ুয়াদের অনেক সুবিধা হবে ও পড়াশোনায় ভালোভাবে মন দিতে পারবে । বিধায়ক আমিরুল ইসলাম বলেন , মাননীয় মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী প্রকল্পে আজ স্কুল পড়ুয়াদের সাইকেল বিতরণ করা হয় । এর আগে সামশেরগঞ্জ ব্লকের অনেক স্কুলে সাইকেল বিতরণ করা হয়েছে । আজ বহরাগাছি হাইস্কুলের পড়ুয়াদের সাইকেল বিতরণ করা হয় । আগামী দিনে অনেক  স্কুল পড়ুয়াদের সাইকেল বিতরণ করা হবে । সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেয়ে খুশী স্কুল পড়ুয়ারা ।

সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেয়ে খুশী স্কুল পড়ুয়ারা সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেয়ে খুশী স্কুল পড়ুয়ারা Reviewed by Dhuliyan City on 05:00 Rating: 5

No comments:

Powered by Blogger.