দুই যুবকের কাছ থেকে 1.2 কেজি হেরোইন উদ্ধার করল পুলিশ

লালগোলা ২২ সেপ্টেম্বর: বিগত কয়েক মাস ধরে লালগোলা পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা, হেরোইন ও মাদক দ্রব্য বাজেয়াপ্ত করেন ।
এদিন লালগোলা থানার পুলিশ গোপন অভিযান চালিয়ে ২ জন হেরোইন পাচারকারী যুবক কে গ্রেফতার করল। পুলিশ সূত্রে খবর জানা যায়, দুই পাচারকারী যুবকের নাম- হাবিবুর রহমান ও খুসবুর রহমান এই দুজনের বাড়ি লালগোলা থানার আতরসিয়া গ্রামে। এই দুই যুবকের কাছ থেকে 1.2 কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। যার বর্তমান বাজার মূল্য 80 লাখ টাকা ।
সূত্রঃ- মুর্শিদাবাদ জেলা পুলিশ

দুই যুবকের কাছ থেকে 1.2 কেজি হেরোইন উদ্ধার করল পুলিশ দুই যুবকের কাছ থেকে 1.2 কেজি হেরোইন উদ্ধার করল পুলিশ Reviewed by Dhuliyan City on 20:19 Rating: 5
Powered by Blogger.