জঙ্গিপুর ২১ সেপ্টেম্বর : কম্পিউটার ক্লাসে ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগে গ্রেপ্তার স্কুলেরই এক শিক্ষক। এই ঘটনাকে কেন্দ্র করে আজ জঙ্গিপুরের গোবিন্দপুর হাইস্কুল চত্বরে ছড়ায় ব্যাপক উত্তেজনা। অভিযুক্ত শিক্ষককে স্কুলের একটি ঘরে ঢুকিয়ে তালাবন্ধ করে রাখে বিক্ষুব্ধ পড়ুয়া ও অভিভাবকরা। স্কুলে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। পরে স্কুলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেশ কিছুদিন ধরেই সৌমিত্র দাসের বিরুদ্ধে কম্পিউটার ক্লাসে অশোভন আচরণের অভিযোগ উঠছিল। কিন্তু, ছাত্রীরা এতদিন প্রতিবাদ করার সাহস পাচ্ছিল না। আজ কম্পিউটার ক্লাসে ফের অশ্লীল ভিডিও দেখানো হলে সহ্যের সীমা ছাড়িয়ে যায় পড়ুয়াদের। প্রধান শিক্ষককে অভিযোগ জানায় এক ছাত্রী। অভিযোগ, প্রধান শিক্ষক অভিযোগ শোনা তো দূরঅস্ত বরং তিনি নাকি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এরপর স্কুলে চড়াও হন অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষক সহ বাকি শিক্ষকদের একটি ঘরে আটকে রাখা হয়। ভাঙচুর চালানো হয় গোটা স্কুলে। বিষয়টিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্কুলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সৌমিত্র দাসের চরম শাস্তির দাবি জানিয়েছেন অবিভাবক ও স্কুল পড়ুয়ারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাজুদ্দিন বিশ্বাস বলেন, “অভিযুক্ত দোষী প্রামাণিত হলে আমরা তাঁকে কোনওভাবে আড়াল করতে চাই না। পুলিশ আইনত
ব্যবস্থা গ্রহণ করুক।
বেশ কিছুদিন ধরেই সৌমিত্র দাসের বিরুদ্ধে কম্পিউটার ক্লাসে অশোভন আচরণের অভিযোগ উঠছিল। কিন্তু, ছাত্রীরা এতদিন প্রতিবাদ করার সাহস পাচ্ছিল না। আজ কম্পিউটার ক্লাসে ফের অশ্লীল ভিডিও দেখানো হলে সহ্যের সীমা ছাড়িয়ে যায় পড়ুয়াদের। প্রধান শিক্ষককে অভিযোগ জানায় এক ছাত্রী। অভিযোগ, প্রধান শিক্ষক অভিযোগ শোনা তো দূরঅস্ত বরং তিনি নাকি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এরপর স্কুলে চড়াও হন অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষক সহ বাকি শিক্ষকদের একটি ঘরে আটকে রাখা হয়। ভাঙচুর চালানো হয় গোটা স্কুলে। বিষয়টিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্কুলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সৌমিত্র দাসের চরম শাস্তির দাবি জানিয়েছেন অবিভাবক ও স্কুল পড়ুয়ারা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাজুদ্দিন বিশ্বাস বলেন, “অভিযুক্ত দোষী প্রামাণিত হলে আমরা তাঁকে কোনওভাবে আড়াল করতে চাই না। পুলিশ আইনত
ব্যবস্থা গ্রহণ করুক।
সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ
কম্পিউটার ক্লাসে ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগে গ্রেপ্তার স্কুলেরই এক শিক্ষক।
Reviewed by Dhuliyan City
on
02:45
Rating:
Reviewed by Dhuliyan City
on
02:45
Rating: