ব্লক স্বাস্থ্য কেন্দ্রে মিলছে না পরিশ্রুত পানীয় জল

ধুলিয়ান ২১ সেপ্টেম্বর :- সামশেরগঞ্জের  ধুলিয়ান অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরিশ্রুত পানীয় জল না পাওয়ায়  নাজেহাল রোগির আত্মীয়রা । বিগত কয়েক মাস আগে ধুলিয়ান স্বাস্থ্য কেন্দ্রে পরিশ্রুত পানীয় জল  না থাকায় । । শীতল পানীয় জলের পরিষেবা চালু হওয়ায় ,স্বাস্থ্য কেন্দ্রে আশা রোগির আত্মীয় স্বজনরা খুশি হন । কারন স্বাস্থ্য কেন্দ্রে সঠিক পানীয় জলের ব্যাবস্থা না থাকায় তাঁদের কে হয়রানি সম্মুখীন হতে হয়, ও তাঁদের কে জল কিনে খেতে হত , ( এক লিটার জলের বোতল  ২০ টাকা দাম দিয়ে ) ।
রোগি ও রোগির আত্মীয়দের আর সেই জল কিনে খেতে হবেনা বলে তাঁরা জানান ।
মুর্শিদাবাদ জেলা দিগম্বর জৈন সমাজ ও ধুলিয়ান দিগম্বর জৈন পঞ্চায়েত ট্রাস্ট , ধুলিয়ান ব্লক স্বাস্থ্য কেন্দ্রে " শীতল পানীয় জল পরিষেবা " চালু করেন । এর শুভ উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন সামশেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম , ধুলিয়ান পৌরসভার পৌরপ্রধান সুবল সাহা ও এলাকার বিশিষ্ট অতিথি গন । ( উদ্বোধনী হয়  ৯ এপ্রিল ২০১৭ )

    বেশ এক দু- মাস শীতল পানীয় জল পরিষেবা পায় রোগি ও রোগির আত্মীয়রা , হঠাৎ করে একদিন পানীয় জলের নলকূপ খারাপ হয়ে পরে । আর সেই থেকে এই শীতল পানীয় জলের আর কোনো ব্যাবস্থা নেয়নি অনুপনগর স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ । রোগির আত্মীয়রা জানান, এই সব লোক দেখানো হয়েছে ,আসলে গরিব মানুষদের কেউ নাই । আবার সেই নিয়ম মেনে চলে জল আনার কাজ স্বাস্থ্য কেন্দ্রে ।



(  DHULIYAN CITY - Viewers / Followers  কাছে অনুরোধ যে তাঁরা যেন এই  পোস্টটি অবশ্যই #Share করেন । যাতে সঠিক জায়গায় এই পোস্টটি পৌছাতে পারে , ধন্যবাদ )


ব্লক স্বাস্থ্য কেন্দ্রে মিলছে না পরিশ্রুত পানীয় জল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে মিলছে না পরিশ্রুত পানীয় জল Reviewed by Dhuliyan City on 02:11 Rating: 5
Powered by Blogger.