ধুলিয়ান ১৯ আগস্ট : মুর্শিদাবাদ বহরমপুর হটাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল প্রাক্তন ওসি -র । সামশেরগঞ্জের প্রাক্তন ওসি সম্রাট ফোনি। একটা সময়ে বেশ সুনামের সঙ্গে তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। সম্রাট ফোনিকে এক কথায় সবার চেনে , বেশ কিছু গুরুত্বপূর্ণ কেশ তিনি খুব সাবলীল ভাবে সামলেছেন।এদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পরেন । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃতবলে ঘোষণা করে। আজ সকাল ১০ টা নাগাদ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তার মৃত্যু হয়। বেশ কয়েক দিন ধরেই তিনি বহরমপুর পুলিশ লাইনে তিনি ছিলেন। গুরুত্বপূর্ণ এই পুলিশ কর্মীর মৃত্যুতে জেলার পুলিশ কর্মী সহ সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে ।
DHULIYAN CITY পক্ষ হইতে সামশেরগঞ্জ প্রাক্তন ওসি সম্রাট ফোনির প্রয়ানে উনার প্রতিটি শ্রদ্ধা ও আত্মার শান্তি কাম্য করি ।
হটাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল প্রাক্তন ওসি -র (সামশেরগঞ্জ)
Reviewed by Dhuliyan City
on
01:58
Rating:
Reviewed by Dhuliyan City
on
01:58
Rating:
This comment has been removed by the author.
ReplyDeleteআমার খুব কান্না পাচ্ছে
ReplyDelete