ধুলিয়ান মিউনিসিপ্যাল স্টাফ রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় একটি সারাদিন ব্যাপি সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠানের আয়োজন

ধুলিয়ান ১৯ আগস্ট : ধুলিয়ান মিউনিসিপ্যাল স্টাফ রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় শিবমন্দির বড় তরফ ময়দানে একটি সারাদিন ব্যাপি সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয় । বিদেশ অতিথি ছিলেন ধুলিয়ান পুরপ্রধান সুবল সাহা ,উপ -পুরপ্রধান নূর ইসলাম খান (তোষি) FO রাজককান্তি বৈরাগী ও বিশেষ অতিথি গন । এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কাঞ্চনতলা হাইস্কুল, ধুলিয়ান বালিকা বিদ্যালয় হাইস্কুল , দিঘড়ি হাইস্কুল ও অনান্য স্কুলের ছাত্র ছাত্রীরা । প্রতিযোগিতার বিষয় ছিল অঙ্কন প্রতিযোগিতা, ক্যুইজ, তাৎক্ষনিক বক্তৃতা, প্রবন্ধ রচনা,নৃত্য পরিদর্শন,রবীন্দ্র সঙ্গীত,  নজরুল সঙ্গীত সংবাদপাঠ প্রতিযোগিতা এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

ধুলিয়ান মিউনিসিপ্যাল স্টাফ রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় একটি সারাদিন ব্যাপি সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠানের আয়োজন ধুলিয়ান মিউনিসিপ্যাল স্টাফ রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় একটি সারাদিন ব্যাপি সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠানের আয়োজন  Reviewed by Dhuliyan City on 01:30 Rating: 5

No comments:

Powered by Blogger.