বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট ।

ধুলিয়ান ১৮ আগস্ট : নোট বাতিলের পরই রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করে, ভারতের বাজারে নতুন ৫০ -২০-২০০ টাকার নোট ছাড়া হবে। ২০, ৫০ ও ২০০  টাকারও বেশ কিছু নকল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও পরে জানা যায় সেগুলি নকল ছবি। এই নতুন ৫০ টাকার নোটের ক্ষেত্রেও সেটা হতে পারে। তবে এটিই যে সেই নতুন ৫০ টাকার নোটের আসল ছবি, এমনটা কোনও সরকারি সূত্র নিশ্চিত করেনি। শুধু ৫০ নয়, একই সঙ্গে ২০ ও ২০০ টাকার নতুন নোটও দ্রুতই প্রকাশ্যে আসবে। গত ডিসেম্বরেই কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছিল, নতুন যে ৫০ টাকার নোটগুলি বাজারে ছাড়া হবে সেখানে ইনসেট লেটার থাকবে না। নোটের পিছনে ‘২০১৬’ লেখা থাকবে।অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গওয়ার জানিয়েছেন, ইতিমধ্যেই ২০০ টাকার নোট ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে। দ্রুতই নতুন নোট বাজারে ছাড়া হবে। কেন্দ্রের একটি সূত্র জানিয়েছে, আসন্ন আগস্ট মাসেই বাজারে আসতে পারে ২০০ টাকার নতুন নোট।

বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট । বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট । Reviewed by Dhuliyan City on 09:18 Rating: 5

No comments:

Powered by Blogger.