কুরবানী ছাগল চোর ,

ধুলিয়ান ১৮ আগস্ট : কুরবানী ছাগল চোর , আজ ডাকবাংলা মোড়ে এক টোটোতে করে সুরাজ বারী নামে এক ছেলে ছাগল বিক্রি করতে আসে ,পথ আরোহী এক জন ছাগলটির দামদর করেন ,বিক্রেতা দাম বলেন ৮ হাজার টাকা ,ক্রেতা নিতে রাজি হন ,ক্রেতার কাছে সম্পূর্ণ টাকা নাই থাকা , বিক্রেতা কে তাঁর বাড়ি যাওয়ার কথা বলেন,  ক্রেতা তাঁর গাজিনগর বাড়ি নিয়ে যায় , ক্রেতা ছাগল বিক্রেতা কে কিছু প্রশ্ন করলে  সে উত্তর উলটপালট দেওয়ায় ক্রেতার সন্দেহ হয়  ।গ্রামবাসী ছুটে আসে তাঁর কাছে ,তারপর তাকে 2-4 চামাতা মারা হয় । তাঁর পর সে সব তথ্য সঠিক বলে ,ছাগল মালিক  কে বাসুদেবপুর এলাকা থেকে ডাকা হয় । এবং ছাগল চোর সুরাজ বারীর পরিবারের লোকজন কে ডেকে তাকে ছেড়ে দেওয়া হয় ।

কুরবানী ছাগল চোর , কুরবানী ছাগল চোর , Reviewed by Dhuliyan City on 08:14 Rating: 5

No comments:

Powered by Blogger.