সামশেরগঞ্জ ব্লকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ।

ধুলিয়ান ১৯ আগস্ট : সামশেরগঞ্জ ব্লকের কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েত সহ প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্বাস্থ্য কমী, সিনি, আশা, অঙ্গন ওয়াড়ী কমী, স্বাস্থ্য সুপারভাইজার প্রমুখ ব্যক্তিগন উপস্থিত ছিলেন আলোচ্য বিষয় ছিল মায়ের আবশ্যক ভালোবাসা, শিশু সুরক্ষা, ডেঙ্গু সচেতনা পালস পোলিও, ফাইলেরিয়া, সিনির মীর আবু হেনা শিশু সুরক্ষা নিয়ে আলোচনা করেন যেমন বাল্যবিবাহ, শিশু সুরক্ষা কমিটি, এম্পিলিফাই প্রকল্পের কিশোর /কিশোরীদের কাজ নিয়ে আলোচনা ক রেন। স্বাস্থ্য সুপারভাইজার মিনাপাল ডেঙ্গু সচেতনতা, ফাইলেরিয়া পালস পোলিও নিয়ে আলোচনা করেন। মায়ের আবশ্যিক ভালোবাসা নিয়ে মৌমিতা রায় চৌধুরী ব লেন মাতৃ দুগ্ধ এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।প্রধান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

ছবি ও তথ্য – পলাশ সিংহ  সূত্রঃ ntvwb

সামশেরগঞ্জ ব্লকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা । সামশেরগঞ্জ ব্লকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা । Reviewed by Dhuliyan City on 06:23 Rating: 5

No comments:

Powered by Blogger.