ধুলিয়ান ২০ আগস্ট : মুর্শিদাবাদের সামশেরগঞ্জে হঠাৎ করে চুল খসে পড়া নিয়ে চাঞ্চল্য ছড়ালো বলবোল পাড়া গ্রামের এক গৃহবধূ নাম সোখিনা বিবি । বিগত কয়েক দিন আগে চাঁচলের পাহাড়পুর গ্রামের কুমোরপাড়ায় এক গৃহবধূর চুল হঠাৎ খসে পড়ে। সে নিয়ে মালদা ও চাঁচল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে । প্রশাসন কাছে খরব পৌঁছালে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি দল পাঠানো হয় ,গ্রামে অঞ্চলে ও তাঁদের কে চুল খোসা নিয়ে কারন বোঝানো হয় । এদিন বলবোল পাড়া এক গৃহবধূ হঠাৎ করে চুল খসে পড়ে দুপুর বেলায় , খবরটি ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে , গৃহবধূ চুল খসে পড়া দেখে জ্ঞান হারায় , সে দেখে চাঞ্চল্য সৃষ্টি হয় গ্রাম জুড়ে । গৃহবধূর সোখিনা বিবির মেয়ে বলেন মা দুপুর বেলায় খাবার খেয়ে ঘুমিয়ে ছিল হঠাৎ করে মা চিৎকার করে আমি ও বাড়ির সবাই ছুটে যায় দেখি মা জ্ঞান হারা হবে পরে আছে । জ্ঞান ফিরে আসায় মা বলেন আমার চুল কে কেটে দিয়েছে । পরে গৃহবধূ কে সামসেরগঞ্জ অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।
DHULIYAN CITY পক্ষ হইতে সকল জনসাধারণকে অনুরোধ যে এই সব গুজবে কান দেবেন না ।
আমাদের সকল Viewers/Followers -দের কাছে অনুরোধ যে যারা এইসব গুজবে প্রবাহিত হয়েছে, তাদের কে গুজবের সমন্ধে একটু বোঝাবেন DHULIYAN CITY আপনাদের কাছে আশা কৃত ।
ধন্যবাদ
DHULIYAN CITY
 
        Reviewed by Dhuliyan City
        on 
        
09:43
 
        Rating: 
 
No comments: