ধুলিয়ান ২১ আগস্ট : মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ান চক্র জুড়ে চললো নির্মল বিদ্যালয় অভিযান । ২১ - ২৬ আগস্ট পর্যন্ত রাজ্যে জুড়ে চলবে নির্মল বিদ্যালয় অভিযান , এদিন সামশেরগঞ্জ ব্লক সহ সুতি, ফারাক্কা,ও রাজ্যের অনান্য প্রান্তে পালিত হচ্ছে নির্মল বিদ্যালয় অভিযান । এই অভিযানের মাধ্যমে স্কুল পড়ুয়াদের নির্মল বিদ্যালয় কি ভাবে তাঁরা গড়ে তুলবে তাদের কে বোঝানো হয় । রায়গঞ্জ জি .এস. এফ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য পথ যাত্রার বের হয় । রায়গঞ্জ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মলয় মিশ্র বলেন আমরা নির্মল বিদ্যালয় অভিযান আগেই শুরু করে দিয়েছি , পড়ুয়াদের কে নিয়ে প্রতিদিন বোঝানো হয় ,ওরা যেন প্রতিদিন স্নান করে স্কুল আশা,নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা ,সাবান দিয়ে হাত পরিষ্কার করে খাবার খাওয়া,যেখানে সেখানে শৌচকর্ম না করা ও ডেঙ্গু মশা থেকে কি ভাবে নিজে সুরক্ষা রাখা যায় সেই নিয়ে প্রতিদিন ছাত্র ছাত্রীদের বোঝানো হয় । সহ শিক্ষক অঙ্কুশ ভগত বলেন ছাত্র ছাত্রীদের সঠিক ভাবে আলোর পথ দেখানো দায়িত্ব ।
 
        Reviewed by Dhuliyan City
        on 
        
01:40
 
        Rating: 
 
No comments: