সুতি ১৩ আগস্ট : ২ দিন নিঁখোজ থাকার পরে অবশেষে টোটো চালক যুবকের মৃতদেহ ফিডার ক্যানেলের পাস থেকে উদ্ধার করলো পুলিস।আজ রবিবার মুর্শিদাবাদের সুতি থানার বালিয়াঘাটি ফেরীঘাটের কাছ থেকে উদ্ধার হয় মৃত দেহ। পুলিস জানায় মৃত যুবকের নাম ইমরান হোসেন (১৮)বাড়ি সুতি থানার কাশিমনগর গ্রামে। জানা যায় গত শুক্রবার সকাল ৮ টার বাড়ি থেকে টোটো গাড়ি নিয়ে বের হয় ইমরান তার পরে শনিবার রাত পর্ষন্ত বাড়ি না ফেরায় মৃতর পরিবার সুতি থানায় নিঁখোজ ডাইরি করে। তার পরে রবিবার সকালে মৃত মিলে বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে বালিয়াঘাটি ফিডার ক্যানেলের পাসে। মৃতর বাবা তাজামুল হক রাতেই ছেলে কে অপহরন করার কথা বারবার পুলিস কে বলার চেষ্টা করছিলেন। তবে টোটো ছিন্তায়েরর জন্য খুন না অন্য কোন কারন তা জানার চেষ্টা করছে পুলিস। যদিও তার টোটোটির খোজ মিলেনি সেই থেকে পুলিসের প্রাথমিক ধারনা যুবক কে পূর্ব কোন রাগ বসত খুন করা হয়ে থাকতে পারে। কি করে কি ভাবে ক্যানেল নদীর জলের পাস খুন করা হল তা ও খতিয়ে দেখছে পুলিস। ঘটনাস্থলে খুন করা হয়েছে না অন্য কোন স্থানে খুন করে মৃত দেহ ফেলে দেওয়া হয়েছে তার তদন্ত সুরু করেছে পুলিস। মৃতার বাবা তাজামুল হক জানান আমার ছেলে কে কারা কি কারনে খুন করলো বুঝতে পারছিনা। তবে খুনের পিছনে কি পারিবারিক বা প্রনয় জনিত কোন কারন আছে তার রহস্য খুঁজছে সুতি থানার পুলিস।পুলিস মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠায়।
সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ
Reviewed by Dhuliyan City
on
21:12
Rating:
No comments: