জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হীন লরি । জিগরী মোড়

ধুলিয়ান ১৩ আগস্ট : ফারাক্কা ,জিগরীমোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে এক লরি নিয়ন্ত্রণ হারায় । আজ সকাল ৫ টা নাগাদ ঘুমন্ত অবস্থায় একটি লরি চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে সংঘর্ষ হয় পার্শে থাকা ,৩ টি আটো,১টি টোটো ও ৫টি সাইকেলর সাথে চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয় । স্থানীয় বাসীদের কাছ থেকে জানা যায় বহরমপুর থেকে মালদা গামী লরিটি দ্রুত গতিতে ছুটে আসে, হঠাৎ করে দেখি লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানের দিকে ছুটে আসে । সে দেখে চা ব্যাবসায়ী ও চা ক্রেতারা ছুটে পালায় । সেই মুহূর্তে লরিটি চায়ের দোকানের সাথে সংঘর্ষে হয় । কেই আহত হয়নি ,স্থানীয় বাসী অকাদ শেখ বলেন সময় মত আমরা পালিয়ে আমাদের যান বাঁচিয়েছি । বড়সড় একটা দুর্ঘটনা সম্মুখীন থেকে । জাতীয় সড়কে থাকা সাধারণ মানুষ ছুটে যায় লরি চাকলকে দিকে ,লরি চালক সমান্য আহত হয় । স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে জানা যায়, রাত্রি জেগে লরি চালানোর ফলে চালকের ঘুম আসে তাঁর জেরে লরিটি নিয়ন্ত্রণ হারায় । পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থানে পৌঁছায় ।

জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হীন লরি । জিগরী মোড় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হীন লরি । জিগরী মোড় Reviewed by Dhuliyan City on 01:12 Rating: 5

No comments:

Powered by Blogger.