ধুলিয়ান ১২ আগস্ট : বিগত ১০.০৮.১৭ তারিখ সামশেরগঞ্জ থানার অর্ন্তগত দেবীদাসপুর গ্রামের নিবাসী মনিরুল ইসলাম, পিতা- সাবদুল শেখকে দুপুর তিনটে নাগাদ একটি অচেনা নাম্বার থেকে ফোন করে ও নিজেকে S.B.I. ব্যাঙ্কের ম্যানেজার বলে পরিচয় দেয় এবং আধার লিংক করার জন্য ওনার কাছ থেকে A.T.M. কার্ডের নাম্বার ও পিন কোড নাম্বার জানতে চান। উনি নিজের কার্ড নাম্বার এবং পিন কোড নাম্বার দিয়েও দেন এবং সাথে সাথেই ওনার sevings A/C থেকে ৪০,০০০/- টাকা কেটে নেওয়া হয়।
তিনি জানার সাথে সাথেই ঘটনাটি সামসেরগঞ্জ থানায় জানান। সামসেরগঞ্জ থানা ঘটনাটি ডাইরি নথিভূক্ত করে এবং S.P Murshidabad office -এর অন্তর্গত S.O.G অফিসে পাঠায়। S.O.G Cyber Crime শাখা সাথে সাথেই প্রয়োজনীয় ব্যাবস্থা নেয় এবং Paytm এ ট্রান্সফার করা টাকা ফেরতের ব্যাবস্থা করে এবং ফল স্বরূপ, গত ১১.০৮.১৭ তারিখ Paytm থেকে জানানো হয় যে, উক্ত ৪০,০০০/- টাকা ঐ ক্ষতিগ্রস্থ ব্যক্তির A/C এ আগামী ৭২ঘন্টার মধ্যে ফেরত দিয়ে দেওয়া হবে।
মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে সকল মুর্শিদাবাদ বাসীদের জানানো হইতেছে যে, নিজের ব্যাংক একাউণ্ট তথা A.T.M. কার্ড সংঙ্ক্রান্ত কোনরকম তথ্য কোন অজানা ব্যক্তিকে জানাবেন না এবং যদি কেউ এইরকম কোন জালিয়াতির সম্মুখীন হন, তাহলে যত তারাতারি সম্ভব নিকটবর্ত্তী থানাকে জানান অথবা মুর্শিদাবাদ S.O.G. Cyber Crime Cell (03482-257803)-এর সাথে যোগাযোগ করুন।
Reviewed by Dhuliyan City
on
08:33
Rating:
No comments: