সামশেরগঞ্জ ব্লকের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সুস্থ মন সুস্থ শরিল ও সুস্থ সামাজিক গড়ার কর্মসূচি ।

ধুলিয়ান ৮ ই আগস্ট :- রাজ্যে জুড়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ে সুস্থ মন সুস্থ শরিল ও সুস্থ সামাজিক গড়ার কর্মসূচি । প্রতি বছরের মত এ বছরও শুরু  হল । এদিন সামশেরগঞ্জ ব্লকের  সব স্কুল মধ্যে একটি স্কুল ধুলিয়ান ১৭ নম্বর ওয়ার্ড (লালপুর)রায়গঞ্জ জি এস এফ পি স্কুল । সামশেরগঞ্জ ব্লকের  প্রতিটি প্রাথমিক বিদ্যালয় গুলিতে এদিন ধুলিয়ান অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্র এক প্রতিনিধি দল ব্লক প্রতিটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের প্রাথমিক ভাবে চিকিৎসা করা হয় । ডাঃ সরফরাজ আলম ডাঃ রাতিষ বিশ্বাস,  সকল ছাত্র ছাত্রীদের সুস্থ সামাজিক ,সুস্থ থাকার জন্য কি করবেন  । যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না  , বাইরে শৌচ করবেন না  ,স্কুল পরিস্কার পরিচ্ছন্ন তা রাখবেন , এই সব বিষয়ে ছাত্র ছাত্রীদের বোঝানো হয়। হেডমাস্টার মলয় মিশ্র জানান আমরা ছাত্র ছাত্রীদের যথেষ্ট বুঝানোর চেষ্টা করছি ,আগেও সুস্থ স্বাস্থ্য, সুস্থ সামাজিক কি ভাবে তাঁরা গড়ে তুলবে তা বোঝানো হবে  সকল ছাত্রছাত্রীদের ।

সামশেরগঞ্জ ব্লকের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সুস্থ মন সুস্থ শরিল ও সুস্থ সামাজিক গড়ার কর্মসূচি । সামশেরগঞ্জ ব্লকের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সুস্থ মন সুস্থ শরিল ও সুস্থ সামাজিক গড়ার কর্মসূচি । Reviewed by Dhuliyan City on 02:57 Rating: 5

No comments:

Powered by Blogger.