ধুলিয়ান ৭ আগষ্ট :- ধুলিয়ান পৌর কর্মীদের রাখি বন্ধন দিবস পালন। রাজ্যবাপী জুড়ে চলছে রাখী বন্ধন উৎসব , পশ্চিমবঙ্গ
সরকারের যুবকল্যান ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে । আজ ধুলিয়ান পৌর যুবকল্যান ও ক্রীড়া দপ্তর উদ্যোগে রাখি বন্ধন সংস্কৃতি দিবস উদযাপন করা হয় । পৌরসভার প্রাঙ্গনে প্রথম বক্তা ছিলেন ধুলিয়ান পৌরসভার পৌরপিতা সুভল সাহা ও উপ- পৌরপিতা নূর ইসলাম খান( তোষি) অনেক অতিথি গণ ,পৌর কর্মী মঞ্চে উপস্থিত ছিলেন ।রাখীবন্ধন উৎসব শুধুমাত্র একটি উৎসব নয় এটি একটি পবিত্রতার উৎসব রুপে পালন করা হয়। জানাযায় এই উৎসব টি চালু করেছেন বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুর। যাতে করে সবার মধ্যে মনের মেল বন্ধন গড়ে উঠে পাশাপাশি সবার মধ্যে একের অপরের প্রতি ভালবাসা, সম্প্রিতি গড়ে উঠে। ধুলিয়ান স্কুলের ছাত্রীরা পৌরপিতা ও সকল অতিথি গনদের রাখি পরিয়ে ,রাখিবন্ধন উৎসবের সূচনা হয় ।
ধুলিয়ান পৌর কর্মীদের রাখি পরিয়ে রাখিবন্ধন উৎসব পালন ।
Reviewed by Dhuliyan City
on
02:44
Rating:
Reviewed by Dhuliyan City
on
02:44
Rating:
No comments: