কাল রাখি উৎসব ,দাদাকে পড়াবো রাখি।

ধুলিয়ান ৬ আগষ্ট :- রাত ফুরলেই রাখি উৎসব শুরু হয়ে যাবে । সোশ্যাল মিডিয়াতে অবশ্য দিন কয়েক আগে থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছে । ফেসবুক , হোয়াটস অ্যাপের মাধ্যমে একে অপরকে উইশ করছেন । ধুলিয়ান বাজারে  রাখি উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে । বাসস্ট্যান্ড সহ এলাকার বিভিন্ন প্রান্তে দোকানিরা বিভিন্ন ডিজাইনের রাখির পসরা সাজিয়ে বসেছেন । বিক্রেতারা জানালেন , রবিবার বলে আজ দিনের বেলা নয় দিনের তুলনায় ক্রেতা একটু কম । কিন্তু বিকেলের পর ক্রেতার সংখ্যা বাড়বে । ধুলিয়ান বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার  রাখির দোকানে গুলিতে বোনদের ভিড় দেখা দিয়েছে । রাখি কেনার ফাঁকে জানাল , “ কাল রাখি উৎসব । দাদাকে পড়াবো । তাই রাখি কিনতে এসেছি ।

কাল রাখি উৎসব ,দাদাকে পড়াবো রাখি। কাল রাখি উৎসব ,দাদাকে পড়াবো রাখি। Reviewed by Dhuliyan City on 08:16 Rating: 5

No comments:

Powered by Blogger.