ধুলিয়ান ,১০ আগস্ট : ধুলিয়ান মেন রাস্তার অবৈধ নির্মাণ উচ্ছেদ করার পর , শুরু হয়েছে রাস্তা নির্মাণের কাজ , উচ্ছেদ কাজ এখনো যথাযথ ভাবে শেষ হয়নি । একদিকে রাস্তা নির্মাণের কাজ ও অনান্য দিকে উচ্ছেদ কাজ চলছে । ধুলিয়ান মেন রাস্তা জ্যামমুক্ত করার জন্য অতি -শীঘ্রই রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন ধুলিয়ান পৌরসভার কর্তৃপক্ষ । রাস্তা উচ্ছেদ কাজ চলা কালীন এক -দু-দিন জ্যামের সম্মুখীন হতে আমজনতাকে , যত দিন যাচ্ছে ততই জ্যামমুক্ত হচ্ছে ধুলিয়ান মেন রাস্তা । পথ আরোহী নিতাই রাজক বলেন আমরা ভেবে ছিলাম যে এই রাস্তার হাল , লালপুর রাস্তার মত না হয় । আজ থেকে ১ বছর আগে ১৮,১৭ নম্বর ওয়ার্ড ,লালপুরের এই ভাবে রাস্তার ধারের অবৈধ নির্মাণ উচ্ছেদ কাজ হয় , দু-তিন মাস কেটে যাওয়ার পরেও রাস্তা নির্মাণের কাজ না হওয়ায় , হালকা পরিমান বৃষ্টিতে অযোগ্য হয়ে পড়তো সে রাস্তা । পৌর কর্তৃপক্ষ যে ভাবে এই মেন রাস্তা কাজ করছে মনে হয়না যে কোন সমস্যা হবে । আশা করছি বাকরি ঈদ ও পুজোর আগেই রাস্তা ঠিক হবে ।
Reviewed by Dhuliyan City
on
21:35
Rating:
No comments: