সুতি, ১১ আগস্ট: মাঝ রাতে ভয়াবহ আগুন। আগুনে পড়ে ভস্মিভূত তিন টি বাসনের দোকান।কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশংঙা দমকল কর্মিদের। ঘটনাটি মুর্শিদাবাদের সুতির নিমতিতা রেল গেটের নিচে দফাহাট রেজিস্ট্রি অফিসের মোড়ের। রাতেই দমকলের ২ টি ইঞ্জিল এসে ৩ ঘন্টার চেষ্টায় আগুন আয়েত্তে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সুতি থানার পুলিস। জানা যায় গত কাল রাতে দোকান বন্ধ করে বিনাপানি বাসনালয়, বিনাপানি স্টিল ফার্নিচার সহ তিন টি দোকানের মালিক বাড়ি যান। তার পরে রাত ১২ টার পরে হঠাৎ আগুনের শিখা দোকান থেকে বের হতে দেখে গ্রামের লোকরা। জন বসতি এলাকায় দোকান গুলি হওয়ার কারনে দফাহাট এলাকার মানুষদের মধ্যে চরম আতংকের সৃষ্টি হয়।লোক জন এসে আগুন নেভানোর চেষ্টা করে। দোকানে বর্জ পদার্থ ও কাগজের প্যাকেট থাকায় আগুন দাউ দাউ করে জলতে থাকে। এর পরে খবর দেওয়া হয় ধুলিয়ান দমকলে। ধুলিয়ান থেকে দুটি দমকলের ইঞ্জিল এসে আগুন নেভাতে পারলে ও দোকান ৩ টি পুরোপুরি পুড়ে ছায় হয়ে যায়।৩ টি দোকান ঘর সহ গুদামে কয়েক লক্ষ টাকার বাসন, ফার্নিচার সহ সব আসবাব পত্র পড়ে নস্ট হয়ে গিয়েছে। কি করে কেমন করে আগুন লাগলো বুঝতে পারছিনা, আমার দোককানের সব জিনিস পত্র পুড়ে ছায় হয়ে গিয়েছে বলে জানান দোকান মালিক মানিক দাস।তিনি বলেন সধু আমার দোকানে ১২-১৪ লাখ টাকার মাল পত্র ছিল কিছুই পায়নি।প্রতক্ষ দর্শি দের দাবী আগুন যে ভাবে দাউ করে জ্বলছিল তাতে আমরা চরম আতংকিত হয়ে গিয়েছিলাম।আগুনের কারনে আসপাসের ২ টি বাড়িতে চরম ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। দমকল ও সুতি থানা পুলিস প্রাথমিক ভাবে জানায় সর্ট সার্কিটের জেরে দোকান গুলিতে আগুন লাগতে পারে। তবে অন্য কোন কারন ও থাকতে পারে তবে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্রঃ- পুষ্পপ্রভাত নিউজ
Reviewed by Dhuliyan City
on
22:40
Rating:
No comments: