রুগী মৃত্যুর পরেই বেধড়ক পেটানো হল ডাক্তারকে

ধুলিয়ান ২৪ আগস্ট : - রোগী মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তজনা মারধর কর্মরত ডাক্তাকে।গত কাল গভীর রাতে ঘটনাটি মুর্শিদাবাদের জঙ্গীপুর মহকুমা হাসপাতালের। জানা যায় গতকাল গভীর রাতে সুতির বংশবাটি গ্রামের বাসিন্দা আক্তারুল সেখ কে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে ভর্তি ককরা হয়। কীটনাশক খেয়ে ভর্তী হয় সে। তার পরে তার অবস্থার অবনতি ঘটে, পরিবারের লোকেদের আক্তারুলের অবস্থার অবনতি হলে ও কোন রকম ব্যাবস্থা করেনি হাসপাতালের ডাক্তার রা। তার পরে মারা য়ায় আক্তারুল। পরিবারের লোকেদের অভিযোগ আমরা বহরমপু রেফার করার কথা বললেও চিকিৎসক বহরমপুর রেফার করেননি। তারপর অবস্থার অবনতি হতে শুরু করে আক্তারুলের। ডাকা হয় চিকিৎসক সোমনাথ ঘোষকে,। সোমনাথ বাবু জানিয়ে দেন রুগী মারা গিয়েছে তখনি বেধড়ক মারধর সুরু হয় এই ডাক্তার সহ নার্সদের । হাসপাতালেই চিকিৎসাধীন এই চিকিৎসক সহ কর্মিদের মারধরের খবর শুনে আসে রঘুনাথ গঞ্জ থানা বিশাল পুলিস বাহীনি। পুলিস এসে অবস্থার সামাল দেয়। অপরদিকে হাসপাতাল কতৃপক্ষের দাবী রুগী কে অনেক আগে রেফার করে দেওয়া হলে ও পরিবারের লোকেরা তাকে হাসপাতালে ফেলে রেখে দেয় |

সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ

রুগী মৃত্যুর পরেই বেধড়ক পেটানো হল ডাক্তারকে রুগী মৃত্যুর পরেই বেধড়ক পেটানো হল ডাক্তারকে

Reviewed by Dhuliyan City on 01:16 Rating: 5

No comments:

Powered by Blogger.