ধুলিয়ান ২৪ আগস্ট,- মিথ্যাবাদী দের দল তৃনমুল কংগ্রেস, লোকাল নেতারা সব ধাপ্পাবাজ। তৃনমুলে থেকে সুধু মিথ্যা প্রলভোন ছাড়া কিছুই মেলেনি তাই শাষক দল তৃনমুল ত্যাগ করে জাতীয় কংগ্রেসে যোগ দিল ২ শতাধিক তৃনমুলের কর্মি সমর্থক।গত কাল বিকেলে মুর্শিদাবদের মালঞ্চা বহরাগাছি হাই স্কুলের পাসের মাঠে জাতীয় কংগ্রেসের এক কর্মি সভায় এ আই সি সি সম্পাদক,ফরাক্কার বিধায়ক মইনুল হকে কর্মি সভায় তৃনমুল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন ২০০ তৃনমুল কর্মি সমর্থক।তাদের হাতে জাতীয় কংগ্রেসের হাত প্রতিকের পতাকা তুলেদেন মইনুল হক। জেলা ও রাজ্য জুড়ে যখন কংগ্রেসে ভাঙন অব্যাহত রয়েছে সেই ফরাক্কায় তার উল্টো ঘটনা ঘটছে। গত কয়েক দিনে ফরাক্কায় বেশ কয়েক হাজার তৃনমুল কর্মি হাত প্রতিকে যোগ দিয়েছে তাতে করে যে জেলা কংগ্রেসে একটা ভালো দিক তা পরিস্কার হয়ে গেল এদিনের সভায়।ফরাক্কার পর এবার সামসেরগঞ্জের তৃনমুলে ভাঙন, এদিন গাজিনগর মালঞ্চা পঞ্চায়েত এলাকার ২০০ শতাধিক তৃনমুলের সক্রিয় কর্মি সমর্থক কংগ্রেসে যোগ দেওয়ায় ঘটনা যেন রাজ্য রাজনিতিতে নতুন মেরুকরন তৈরি হয়ে গেল। মইনুল হক যে সর্ব সাধারন দের পাসে থাকেন তার জলন্ত উদাহারন একের পর এক শাষক দলের কর্মি রা যোগ দিছেছন মইনুল হকের তৃনমুল কংগ্রেসে।নবাগতদের দাবী আমরা আমাদের ফরাক্কার এক মাত্র অভিভাবক মইনুল হক। তাই আমরা আমাদের অভিভাবকের ছায়ার তলায় যোগ দিলাম। এদিনের সভায় হাজির ছিলেন জেলা ও ব্লক কংগ্রেসের নেতা রা।
সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ
Reviewed by Dhuliyan City
on
23:47
Rating:
No comments: