ওয়েবডেক্স , ধুলিয়ান ২৪ আগস্ট : - আজ বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিল আগামীকাল অর্থাৎ শুক্রবার (২৫/০৮/২০১৭) ভারতে প্রথম চালু হতে চলেছে ২০০ টাকার নোট। যদিও অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছিল এমাসের শেষের দিকে বা সামনের মাসে ২০০টাকার নোট বাজারে আসবে।তবে রিজার্ভ ব্যাঙ্কের কথা মত আগামীকাল সেই ঐতিহাসিক ঘটনাটি ঘটতে চলেছে।ভারতে এই প্রথম ২০০ টাকার নোট চালু হতে চলেছে। অল্প টাকার লেনদেন এবং প্রচুর পরিমাণ ১০০ টাকার ব্যবহার কমাতে বাজারে আসছে এই ২০০ টাকার নোট।
এক নজরে দেখে নিন এই নোটটি কেমনঃ-
নতুন এই নোটের রং হালকা হলুদ।এই নোটের মাপ হবে ৬৬মিমি X ১৪৬ মিমি।‘ভারত’ এবং ‘আরবিআই’ শব্দ দু’টির মধ্যে থাকবে নোটের যাবতীয় সুরক্ষা থ্রেড। এই শব্দ দু’টির রং পরিবর্তন হবে।নম্বরগুলি ছোট থেকে বড় হরফে নম্বর লেখা থাকছে।নোটের পিছনে থাকবে সাঁচী স্তূপের একটি ছবি।রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের স্বাক্ষর থাকবে এই নোটে।অশোক স্তম্ভ ও মহাত্মা গান্ধীর ছবি থাকছে।স্বচ্ছ ভারতের লোগো এবং স্লোগান থাকছে।ইংরাজি ও দেবনাগরী হরফে লেখা থাকছে ‘২০০’ কথাটি।
বাজারে ১০০,৫০০ ২০০০ টাকার নোটের মাঝামাঝি একটি নোট থাকলে সুবিধা হবে এই কথা মাথায় রেখেই আসছে এই নোট।বাজারে যাতে যথেষ্ট পরিমাণ ২০০টাকার থাকে সে ব্যাপারে অর্থমন্ত্রক নজর রাখবে।
আগামীকাল বাজারে আসছে ২০০ টাকার নোট!দেখুন কি আছে এই নোটে।
Reviewed by Dhuliyan City
on
06:44
Rating:
Reviewed by Dhuliyan City
on
06:44
Rating:
