গঙ্গার জল বাড়ছে ধুলিয়ান


ধুলিয়ান ৮ জুলাই :- ধুলিয়ান শহরের পাস দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী .সেই নদীর জল কিছু দিন থেকে যে হালে জল বেড়ে চলেছে তা  দেখে ধুলিয়ান নদীর ধারের এলাকার গুল যাতে না ধসে যাই তার জন্য বস্তায় বালি ও বাশেঁর ত্রিকোন করে তাঁর মধ্যে পাথর ভরে নদীর ধারে ফেলা হচ্ছে |

গঙ্গার জল বাড়ছে ধুলিয়ান গঙ্গার জল বাড়ছে ধুলিয়ান Reviewed by Dhuliyan City on 22:15 Rating: 5

No comments:

Powered by Blogger.