খুশি গ্রামের মানুষ " দেওনাপুর দীয়ার "

ধুলিয়ান ৯ জুলাই :- ধুলিয়ান শহরের ওপার " মালদা , দেওনাপুর দীয়ার যার পাস দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী .  কিন্তুু প্রতি বছর আষাঢ়ে মাস আসতে না আসতেই গঙ্গার জল বেড়ে যাই  বারবার গঙ্গা ভাঙ্গন , বন্যায় বিধ্বস্ত হতে হয় দেওনাপুর গ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকা গুলো  বিধ্বস্ত হয়। এর ফলে কিছু গ্রাম বাসীকে ঘোড় হাত ছাড়া করতে হয় এবং মন্দিরের কিছুটা অংশ বন্যায় বিধ্বস্ত হয় । বর্ষা আসার সাথে সাথে নদীর জল কিছু দিন থেকে যে হালে জল বেড়ে চলেছে তা দেখে  নদীর ধারের মন্দির আবার বন্যায় বিধ্বস্ত না হয়।  তার জন্য জি.পি কর্তৃপক্ষ ।আগাম গঙ্গা পাড় বাধানোর কাজ শুরু করা হয় ।  বস্তায় বালি ও বাশেঁর ত্রিকোন করে তাঁর মধ্যে পাথর ভরে নদীর ধারে ফেলা হচ্ছে | কিছুটা হলেও রেহায় পাবে গঙ্গার তীরবর্তী মন্দির । বর্ষা আসার সাথে সাথে গঙ্গার জল বাড়লে , গঙ্গার ভাঙ্গনের কবলে পড়তে হয় মানুষদের । এবার জল বাড়ার সাথে সাথে মন্দির সামনে পাড় বাধানোর কাজ শুরু হওয়ায় কিছু খুশি হয় দেওনাপুর গ্রামের মানুষ ।

খুশি গ্রামের মানুষ " দেওনাপুর দীয়ার " খুশি গ্রামের মানুষ " দেওনাপুর দীয়ার " Reviewed by Dhuliyan City on 09:24 Rating: 5

No comments:

Powered by Blogger.