শয্যার_বেডের_নাই_কোন_ব্যবস্থা_ধুলিয়ান


ধুলিয়ান ৭ জুলাই. :-  ধূলিয়ান অনুপনগর হসপিটাল শুনা যাচ্ছে এই হসপিটালটি বলে সামশেরগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার স্বাস্থ্য কেন্দ্র হবে , কিন্ত এই হসপিটালের দিনের দিন যা অবস্থা দেখছি | যেমন কিছু দিন আগে যেখানে ডাক্তার রুগী দেখার সময় সেখানে কিছু দালাল দের কে ঘুমিয়ে থাকতে দেখেছি |
            ২ মাস আগে সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ১০০ টি শয্যার বেড উদ্বোধন করেন | তাঁর সত্তেও আজ রুগীদের শয্যার বেড মিলছেনা এবং রুমের বাইরে রুগীদের রাখা হচ্ছে ,মনে হচ্ছে একটা সেলাইন দিলে কাজ ছুটি ,  নার্সদের কোনো কর্তব্য নেই রুগীর অসুবিধে হলে তাদের কি আসে যায় সেটাই মনে করে , কোন নার্সের দেখা নাই দেখা শুনার করার জন্য  । রুগীর হাতে  সেলাইন  দেওয়া আছে কিন্তু রুগীর দেখাশুনা নেই , রুগীর সেলাইন টানতে তাঁর সেলাইন পাইপ দিয়ে  রক্ত উঠে যায়।
সেইসব দেখে রুগীর পরিবার কি করবে | ধুলিয়ান অনুপনগর স্বাস্থ্য কেন্দ্র |

#_SHARE

Credit by: - Rahul Kumar sarkar

শয্যার_বেডের_নাই_কোন_ব্যবস্থা_ধুলিয়ান শয্যার_বেডের_নাই_কোন_ব্যবস্থা_ধুলিয়ান Reviewed by Dhuliyan City on 08:40 Rating: 5

No comments:

Powered by Blogger.