১৯০ বছরের বেশি প্রাচীনত্বের গর্বিত কাঞ্চনতলা 'রায় বাড়ি ' এই জমিদার বাড়ির ইতিহাস বলছে প্রায় (৩০০ বছরের বেশি পুরোনো এই জমিদার বাড়ি ) আগে ততকালীন জমিদার "রাঘব রায় " মালদা জেলা দাওনাপুর গ্রামের জমিদার বাড়িতে "দূর্গা "পুজ শুরু করেন ! স্বাধীনত্ব ভারত বর্ষে রাঘব রায় ছিলেন মূলধনি জমিদার ততকালীন বাংলা,বিহার,ওড়িশা দুই ধরনের জমিদার প্রথাছিল (১) পত্তনি জমিদার (২) মূলধনিজমিদার | কিন্তুু পরবর্তী কালে বারবার গঙ্গা ভাঙ্গন , বন্যায় বিধ্বস্ত হতে হয় এর ফলে ততকালীন জমিদার "রাঘব রায় উদ্ধশ্রী শ্রী সদানন্দ রায় " মুর্শিদাবাদ জেলায় ,কাঞ্চনতলা অধুনা ধুলিয়ানে (১৮২৫ সালে বর্তমান জমিদার বাড়িতি নির্মাণ করেন ) সেই থেকে বিগর্ত (১৯০ বছরের বেশি ধরে দূর্গাপূজা হয়ে আসছে |
এখন এই রায় বাড়ির দশম পুরুষ "শ্রী সুদীপ রায় " বর্তমানে এই পুজোর দায়িত্বে আছেন |
একটা সময় ছিল কাঞ্চনতলা অধুনা ধুলিয়ানের একমাত্র দূর্গাপূজা , শুনাযাই যে কাঞ্চনতলা সংলগ্ন অঞ্চলে এমন কি ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ গোরুর গাড়িত
চরে এই রায় বাড়ির প্রতিমা দর্শন করতে আসতেন |
তাই আজও অধুনা ধুলিয়ান সহ এলাকার বনিদি বাড়ির পূজা বলতে এবাড়ির পূজোর কথা বলা হয় |
"জেলার অন্যতম প্রাচীন পূজতি ধুলিয়ান শহরের গর্ভের "
( #Dhuliyan_City পেজের আমাদের Viewers এবং Followers ,ও গুরুজন দের কাছে আমাদের অনুরোধ যে আমাদের কোনকিছু ভুলত্রুটি থাকে অবশ্যই আমাদের Dhuliyan City পেজে জানাবেন )
Reviewed by Dhuliyan City
on
04:42
Rating:
No comments: