টোটো জোড় - বিজোড় হলুদ - নীল আর বিভিন্ন ধরনের

টোটো আসাতে যেমন একদিকে আরোহীদের ভালো হয়েছে ,অন্যদিকে টোটোর কারণে শহর ও গ্রাম অঞ্চলে যানজটের সৃষ্টি হচ্ছে ,এই যানজটকে নিয়ন্ত্রণ করার জন্য   সিউড়ি প্রশাসন সম্প্রতি একটি নতুন নিয়ম চালু করেছেন৷ টোটো গুলিকে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর জোড় - বিজোড় অনুসারে হলুদ আর নীল্ এই দুটি রঙে ভাগ করা হয়েছে৷ ঠিক হয়েছে, দিনে শুধু এক রঙের টোটো চলবে পর্যায়ক্রমে৷ মানে যদি জোড় নম্বর হলুদ এবং বিজোড় নম্বর নীল্ হয়, তাহলে সোমবার জোড় নম্বরের হলুদ টোটো শুধু রাস্তায় চলাচল করবে৷ পরেরদিন মঙ্গলবার বিজোড় নম্বরের নীল্ টোটো শুধু রাস্তায় চলাচল করবে৷ এই পদ্ধতিতে চললে রাস্তায় টোটো যানজট অনেকেটাই কমবে বলে আশা করা যায়৷
আমাদের ধুলিয়ান শহর -সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায়  প্রশাসন যদি এই পদ্ধতি চালু করতে পারেন, তাহলে  এলাকার রাস্তা গুলোতে যানজট সত্যিই কমে যাবে৷

(Dhuliyan City পেজের  আমাদের Viewers এবং Followers ,ও গুরুজন দের কাছে আমাদের অনুরোধ যে আপনাদের মুল্যবান মন্তব্য গুলো আমাদের জানাতে পারেন | )

টোটো জোড় - বিজোড় হলুদ - নীল আর বিভিন্ন ধরনের টোটো জোড় - বিজোড় হলুদ - নীল আর বিভিন্ন ধরনের Reviewed by Dhuliyan City on 02:37 Rating: 5

No comments:

Powered by Blogger.