ধুলিয়ান ২৮ জুলাই :- ধুলিয়ান - মুর্শিদাবাদ- টোটোয় বড় সড় বিস্ফোরণ। অল্পের জন্যে প্রানে বাচলো ২ যাত্রী সহ টোটো চালক। বৃহঃপতিবার রাত ৮ টা নাগাদ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ান বাজারে জৈন কলোনির কাছে। ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা ধুলিয়ান বাজার চত্তরে। বিস্ফোরনের শব্দ শুনে ঘটনাস্থলে যায় সামসেরগঞ্জ থানার পুলিস। বিস্ফোরনের তিব্রতা এতটা ছিল যে টোটো গাড়ির পিছন দিক টা উড়ে যায় আর সামনের দিকে আগুন লেগে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলে শহরের পথ চলতি মানুষ ও বাসিন্দারা তড়িঘড়ি যে যার মতো করে জল ঢেলে আগুন নেভায়।তার পরে সামসেরগঞ্জ থানার বিশাল পুলিস বাহীনি গিয়ে টোটো টি কে আটক করে। জানা যায় এদিন রাতে ধুলিয়ান শহরে টোটো গাড়ির ব্যাটারি ফেটে বিস্ফোরনের আওয়াজ শুনে রীতিমতো কাবু হয়ে পড়ে শহর বাসি। কেউ কেউ আবার বলেই ফেলল জঙ্গি মামলা হয়ে গেল আমরা ভেবেছিলাম কারন বিস্ফোরনের শব্দ এতোটায় ছিল যে গোটা ধুলিয়ান শহর কেঁপে উঠে।এক কাপড় ব্যাবসায়ি বলেন আমি আওয়াজ শুনে ভেবেছিলাম কি হয়ে গেল এখানে কি নাশকতার বিচ তৈরি করলো জঙ্গিরা। তার পরে কিছু ক্ষন পরে শুনলাম যে না ব্যাটারি চালিত টোটো গাড়ির ব্যাটারি ফেটে এমন বিপত্তি ঘটেছে, তার পরে স্বস্তি পায়।ধুলিযান শহরের পাশাপাসি গোটা রাজ্য জুড়ে টোটোর রমরমা চলছে সব জায়গায়। বেকার যুবকরারা কাজ না পেয়ে কোন রকমে টোটো গাড়ি কিনে তা চালিয়ে কোন রকম দিন যাপন করছে আর সেই টোটো গাড়িতে বিস্ফোরনের খবর জেনো বড় প্রশ্ন তুলে দিল।টোটো গাড়ি গুলি শহর অথবা বাজার বা গ্রামগঞ্জ সব জায়গায় চলাচল করে। তবে টোটো গাড়িতে চলাচল যাত্রিদের জন্য ঝুঁকি কারক বলে মনে করা হচ্ছে।যে টোটো গাড়িতে যাত্রীরা বসে তার সিটের তলায় তাকে ব্যাটারি সেই ব্যাটারি ফেটে গেলে যাত্রীদের বাঁচার সম্ভাবনা কম ফলে জিবনের ঝুকি নিয়ে টোটোর যাত্রীরা যাতায়াত করছে।এদিন তো ২ জন টোটো গাড়িটি উঠতে যাবে ঠিক এমন সময় ব্যাটারি ফেটে বিস্ফোরন হয়। কোন রকমে পালিয়ে প্রানে বাচে তারা। কি ভাবে কেন বিস্ফোরন ঘটলো কি করে ব্যাটারি ফেটে গোটা ধুলিয়ান কেঁপে উঠলো তা জানাতে টোটো গাড়ির চালকের সাথে কথা বলে জানার চেষ্টা করছে পুলিস।জেলা পুলিস জানায় ব্যাটারি ফেটে য়াওয়ার কারনে বিকট শব্দ হয় তবে কোন হতাহত কেউ হয়নি। যাত্রী থাকলে হয়তো বড় ঘটনা ঘটে যেতে পারতো। গাড়ির চালক সহ গাড়িটি কে আটক করে জানার চেষ্টা হচ্ছে কি করে ঘটলো এমন ঘটনা।
Reviewed by Dhuliyan City
on
20:38
Rating:
No comments: