ধুলিয়ান ২৮ জুলাই :- মুর্শিদাবাদ ,সামশেরগঞ্জ ব্লক প্রশাসনের উদ্দ্যেগে আজ কন্যাশ্রী দিবস উৎযাপন করা হল । প্রথম বক্তা ছিলেন সামশেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম - অনেক অথিতি গণ , কন্যাশ্রী এখন বিশ্বশ্রী হওয়ায় । রাজ্যে প্রতিটি অঞ্চলের কন্যাশ্রী দিবস উৎযাপন করা হচ্ছে । তাঁর সাথে কন্যাশ্রী যোদ্ধা কর্মীদের সংবধন করা হচ্ছে । সামশেরগঞ্জ কৃষক সহায়ক ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । সকল ছাত্র ছাত্রীদের নিয়ে কন্যাশ্রী যোদ্ধা কর্মীরা বাল্যবিবাহের সমন্ধে পরামর্শ করা হয় ।
কন্যাশ্রী এখন বিশ্বশ্রী , সামশেরগঞ্জ ।
Reviewed by Dhuliyan City
on
22:50
Rating:
Reviewed by Dhuliyan City
on
22:50
Rating:
No comments: