ধুলিয়ান থেকে চাঁদপুর যাওয়ার পথে , পুঠিমারী ব্রিজের নিকটে রাস্তাটি প্রচুর পরিমাণে ক্ষতি গ্রস্ত হয় ।

ধুলিয়ান ২৭ জুলাই :-ডাকবাংলা, পাকুর ঝাড়খণ্ড ১০৬ নং রাজ্য সড়কে বড় সড় ফাটল।  মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ডাকবাংলা  চাঁদপুর, পাকুর  রাজ্য  সড়কে বড়সড় ফাটরের জেরে  যান চলাচল বাহত হয়ে পড়েছে। ধুলিয়ান সহ পাকুড়ে বিগত কয়েক দিন ধরে টানা বর্ষনের কারনে রাজ্য সড়কে চাঁদপুরের কাছে ফাটল ধরে।বৃষ্টির জেরে ধুলিয়ান পাকুড় রাজ্য সড়কের , ৫০ মিটার এলাকা জুড়ে রাস্তার ক্ষতি গ্রস্ত হয় পড়েছে। ধুলিয়ান থেকে চাঁদপুর যাওয়ার পথে , পুঠিমারী ব্রিজের নিকটে রাস্তাটি প্রচুর পরিমাণে ক্ষতি গ্রস্ত হয় ।  বৃষ্টির জেরে , ওই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন -লরী সহ সাধারণ মানুষরা যাতায়াত করেন । যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে  । বড়সড় ফাটল বা ধস থাকলে ও কোন নজর নেই কতৃপক্ষর। পথ চলতি মানুষদের দাবী দিনের আলোতে ঘটনা না ঘটলেও রাতের অন্ধকারে দুর্ঘটনা ঘটে যেতে পারে ।তা সত্যে ও কোন রকম পদক্ষেপ নেইনা কতৃপক্ষ। রাস্তা ক্ষতি গ্রস্ত তাই রাজ্য সড়ক দিয়ে গাড়ি কোন রকমে চলাচল করছে।  পুঠিমারী গ্রামেরর সাদেক সেখ, চাঁদপুরের করিমুল্লা সেখ, হাউসনগরের বেলাল হোসেন দের দাবী রাস্তা টি বেশ কয়েক দিন ধরে বিপদ জনক হয়ে থাকলে ও সড়ক কতৃপক্ষ নজর দেয় না।মুলতো সড়কটি দুই রাজ্যে কে করবে তা ঠিক নেই।আমাদের দাবী রাস্তা টি মেরামতির ব্যাবস্থা করা হোক।

ধুলিয়ান থেকে চাঁদপুর যাওয়ার পথে , পুঠিমারী ব্রিজের নিকটে রাস্তাটি প্রচুর পরিমাণে ক্ষতি গ্রস্ত হয় । ধুলিয়ান থেকে চাঁদপুর যাওয়ার পথে , পুঠিমারী ব্রিজের নিকটে রাস্তাটি প্রচুর পরিমাণে ক্ষতি গ্রস্ত হয় । Reviewed by Dhuliyan City on 23:14 Rating: 5

No comments:

Powered by Blogger.