সৌরমণ্ডলের সব থেকে বড় ঝড়ের চোখ ধাঁধাঁনো ছবি তুলে পাঠাল মহাকাশ‌যান ‌'জুনো'‍


সাড়ে তিনশো বছর বয়সী ঝড়ের সব থেকে ক্লোজ় আপ ছবি

সৌরমণ্ডলের সব থেকে বড় ঘূর্ণিঝড়ের ছবি তুলে পাঠাল মহাকাশ‌যান জুনো। এর আগে বৃহস্পতির ঝড় গ্রেট রেড স্পটকে এত কাছ থেকে দেখেনি কেউ। চলতি সপ্তাহেই বৃহস্পতির পৃষ্ঠ থেকে মাত্র ৫,৬০০ মাইল ওপর দিয়ে উড়ে গিয়েছে জুনো। তখনই এই ছবিগুলি তুলেছে ‌যানটি।
সাড়ে তিনশো বছর ধরে বৃহস্পতির বুকের এই ঝড় এখনো সৌরমণ্ডলের সব থেকে জনপ্রিয় বৈশিষ্টের একটি। তবে গত কয়েকশ বছর ধরে ক্রমশ আকার কমছে ঝড়ের। তাতেও খুব একটা ছোট নয় ঝড়ের আকার। এখনো আস্ত একটা পৃথিবী গিলে ফেলতে পারে ‘গ্রেট রেড স্পট’‍।
নভোবিদরা বলছেন, সৌরমণ্ডলের বৃহৎ গ্রহগুলিতে বড় ঝড় কোনও বিরল ঘটনা নয়। তবে তা এত দীর্ঘস্থায়ী হয় না। বৃহস্পতির এই ঝড় কোথা থেকে শক্তি সংগ্রহ করছে তা এক বিস্ময় গবেষকদের কাছে।

সৌরমণ্ডলের সব থেকে বড় ঝড়ের চোখ ধাঁধাঁনো ছবি তুলে পাঠাল মহাকাশ‌যান ‌'জুনো'‍ সৌরমণ্ডলের সব থেকে বড় ঝড়ের চোখ ধাঁধাঁনো ছবি তুলে পাঠাল মহাকাশ‌যান ‌'জুনো'‍

Reviewed by Dhuliyan City on 01:07 Rating: 5

No comments:

Powered by Blogger.