ধুলিয়ান ১৩ জুলাই :-   গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ জুড়ে চলছে তুমুল বর্ষণ | বাড়ছে নদীর জলস্তর, মুশিদাবাদ এর সামসেরগঞ্জ , সুতির গঙ্গা ভাঙন প্রবল এলাকা, প্রতি বছর বর্ষার সময় গঙ্গার জল বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দেয় গঙ্গা ভাঙন।
 টানা কদিন বৃষ্টিতে গঙ্গার জল বাড়ায় আতঙ্কিত গঙ্গার তীরবতি এলাকার মানুষজন, এ বছর যে ভাবে বাড়ছে গঙ্গার জল হয়তো আবারো শুরু হবে ভাঙন, গত কয়েক বছর ধরে সামসেরগঞ্জ ও সুতি এর বেশকিছু জায়গায় ভাঙনে ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবার, সরকারি দপ্তর গুলিতে জানিয়েও কোনো লাভ হয়নি দাবি স্থানীয়দের।
         আবারো নতুন ভাবে এলাকায় ভাঙন শুরু হলে সবশান্ত হয়ে পড়বে গঙ্গার তীরবতি এলাকার মানুষ। 
#Share
সূত্রঃ-ntvwb
সামসেরগঞ্জ ও সুতি গঙ্গা ভাঙন ?
 
        Reviewed by Dhuliyan City
        on 
        
01:59
 
        Rating: 
      
 
        Reviewed by Dhuliyan City
        on 
        
01:59
 
        Rating: 
 
No comments: