আবারো নাবালিকার বিয়ে রুখল কন্যাশ্রী যোদ্ধা ও ব্লক প্রশাসন।হরিহরপাড়া ব্লকের তরতিপুর গ্রামের বাসিন্দা মোসাব্বত আনসারি তার নাবালিকা মেয়ে মারফা আনসারি (১৫) এর বিয়ে ঠিক করে ছিলেন, পাশের খামারমাটু গ্রামে। বুধবার রেজিস্ট্রি বিয়ে হওয়ার কথা ছিল নাবালিকা মারুফা র। পাত্র সারোয়ার আলম পেশায় গৃ্হশিক্ষক।
নাবালিকা স্থানীয় তরতিপুর হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্রী।নাবালিকার বিয়ের খবর পেয়েই বিয়ের বুধবার দুপুরে ওই ছাত্রীর বাড়িতে হাজির হন ব্লকের কন্যাশ্রী যোদ্ধা অপর্না, সাহিনা, শম্পা,আশাপুর্নারা সাথে সিনির সদস্যা জাকিরন।নাবালিকা ছাত্রীর পরিবারকে বোঝানো হয় বাল্যবিবাহের কুফল সম্পর্কে।নাবালিকার বাবা মোসাব্বত আনসারি প্রশাসনকে মুচলেকা দেন মেয়ে সাবালিকা হলে তবেই মেয়ের বিয়ে দেবেন।
সূত্রঃ- ntvwb
ফের নাবালিকার বিয়ে রুখল কন্যাশ্রী যোদ্ধা ও ব্লক প্রশাসন
 
        Reviewed by Dhuliyan City
        on 
        
20:53
 
        Rating: 
      
 
        Reviewed by Dhuliyan City
        on 
        
20:53
 
        Rating: 
 
No comments: