
ওয়েব ডেস্ক: মঙ্গলবার জিও কর্নধার মুকেশ আম্বানি নতুন অফার প্রাইম মেম্বারশিপের ঘোষণা করলেন। কিন্তু কী এই প্রাইম মেম্বারশিপ অফার? জেনে নিন..
১) গ্রাহকেরা ৯৯ টাকা দিয়ে প্রাইম অফার নিলে ২০১৮-র মার্চ পর্যন্ত উপকৃত হবেন।
২) এই প্রাইম মেম্বারশিপ ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেওয়া চলবে।
৩) এরপর গ্রাহকদের প্রতি মাসে ৩০৩ টাকা করে দিতে হবে।
৪) প্রতি মাসে এই টাকা দিলে গ্রাহকেরা আগামি আরও ১২ মাস হ্যাপি নিউ ইয়ার অফার ব্যবহার করতে পারবেন।
৫) কিন্তু যদি গ্রাহকেরা এই প্রাইম অফার না নেন, তাহলে তাঁরা শুধু ফ্রি ভয়েস কল পাবেন এবং কোনও রোমিং চার্জ লাগবে না।
৬) ১ এপ্রিল থেকে জিও-র এই নতুন ট্যারিফ প্ল্যান চালু হবে।
কী এই জিও-র ৯৯ টাকার প্রাইম অফার?
 
        Reviewed by khokan
        on 
        
21:52
 
        Rating: 
      
No comments: