গ্রুপ ডি পরীক্ষা ঘিরে ধুন্ধুমার মালদা, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ তুলছেন পরীক্ষার্থীরা। এই মুহূর্তে গোলমাল অব্যাহত পরীক্ষাকেন্দ্রে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।

 

ঘটনাটি ঘটেছে মালদা শহরের হোলি চাইল্ড ইংলিশ অ্যাকাডেমিতে। আজ সেখানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা চলছিল। মোট পরীক্ষার্থী ছিলেন ৭৯৮ জন। স্কুলের ২২টি ক্লাসঘরে সেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষা শুরুর সময় ছিল বেলা ১২টা। দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। পরীক্ষার্থীদের অভিযোগ, নির্দিষ্ট সময় স্কুলের নিচেতলার দুটি ঘরে পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়। সেই দুই ঘরের পরীক্ষার্থীরা উত্তর দিতেও শুরু করেন। তারপর ১৫ মিনিট পেরিয়ে গেলেও আর কোনও ঘরে প্রশ্নপত্র দেওয়া হয়নি। এনিয়ে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করলে স্কুলের পক্ষ থেকে বলা হয়, পর্যাপ্ত প্রশ্নপত্র তাঁদের কাছে আসেনি। এরপরেই স্কুল কর্তৃপক্ষ নীচের তলার দু’টি ঘরে পরীক্ষারত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র জমা দেওয়ার নির্দেশ দেয়। এতে মেজাজ হারান সেই দুই ঘরের পরীক্ষার্থীরা। তাঁরা প্রশ্নপত্র নিয়েই স্কুলের বাইরে চলে যান। গোলমালের খবর যায় স্থানীয় ইংরেজবাজার থানায়। প্রচুর সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন IC পূর্ণেন্দু কুণ্ডু। তাঁরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এরপরেই স্কুলের তরফে মাইকে ঘোষণা করা হয়, তাঁরা কাউন্সিলের সঙ্গে কথা বলেছেন। পরীক্ষাপর্ব ফের শুরু হবে। কিন্তু, সেই পরীক্ষা দিতে অস্বীকার করেন পরীক্ষার্থীরা। 

নীলকমল মণ্ডল ও সুরেশ সরকার নামে দুই চাকরিপ্রার্থী জানান, তাঁরা মনে করছেন আজ এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। তাই তাঁরা আর এই প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন না। স্কুল কর্তৃপক্ষ যতই তাঁদের পরীক্ষা দেওয়ার আবেদন জানাক, তাঁরা সেই আবেদন কানে তুলতে নারাজ।

এদিকে এই ঘটনার খবর পেয়ে সংবাদমাধ্যম ওই স্কুলে পৌঁছলে সাংবাদিকদের কাজে বাধা দেন পুলিশকর্মীরা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ সংবাদমাধ্যমকে কথা বলতে দেয়নি। নিজেরাও কোনও বক্তব্য দেয়নি। উলটে স্কুল চত্বর থেকে সাংবাদিকদের বের করে দেওয়া হয়।

সূত্র.  http://m.bangla.eenaduindia.com/States/North/Malda/2017/02/19143257/Job-seeker-alleges-that-the-question-paper-of-group.vpf

গ্রুপ ডি পরীক্ষা ঘিরে ধুন্ধুমার মালদা, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ 
গ্রুপ ডি পরীক্ষা ঘিরে ধুন্ধুমার মালদা, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ Reviewed by khokan on 10:27 Rating: 5

No comments:

Powered by Blogger.