সামশেরগঞ্জ, ২২ ফেব্রুয়ারি : সাসপেন্ড করা হল সামশেরগঞ্জ থানার ওসি সম্রাট ফণীকে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে আজ তাঁকে সাসপেন্ড করেন জেলা পুলিশ সুপার মুকেশ কুমার। পরে জেলা পুলিশ সুপার বলেন, পদে থেকে শৃঙ্খলাভঙ্গ করায় সম্রাট ফণীকে সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। তবে শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি তিনি খোলাখুলি বলতে চাননি। তিনি আরও বলেন, কোনও OC-কে সাসপেন্ড করা নতুন কোনও বিষয় নয়। এর আগেও অনেককে সাসপেন্ড করা হয়েছে।


মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার
জেলায় অন্যতম দাপুটে OC হিসেবে পরিচিত সম্রাট ফণী। এমনকী, শাসকদলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও তিনি পরিচিত। তাঁকে আচমকা সাসপেন্ড করায় তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বও অবাক হয়েছে বলে জানা গেছে। তবে শুধু শৃঙ্খলাভঙ্গ নয়, তাঁর বিরুদ্ধে আরও গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে বলেই অনেকে অনুমান করছেন। জানা গেছে, এক পদস্থ পুলিশকর্তার সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁর সাসপেন্ড হওয়ার পিছনে এই ঘটনাও অন্যতম কারণ বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।
আজ সামশেরগঞ্জ থানার OC-র দায়িত্বে আনা হয়েছে অমিত ভগতকে। তিনি SOG বিভাগে কর্মরত ছিলেন। কেন তাঁকে সাসপেন্ড করা হল তা নিয়ে সম্রাট ফণী মুখ খুলতে চাননি।
সূত্র http://m.bangla.eenaduindia.com/States/South/Murshidabad%20/2017/02/22205700/Samserganj-police-stations-OC-suspended.vpf
Nice
ReplyDeleteThanks dear
DeleteKhub valo hoyeche but shaktiman e kore ganga par er maati churi bondo korle valo hoto karon er pechone police er share e maximum
ReplyDeleteOk tahole amader k video ba pic diye sahajjo korun
DeleteAmra post korbo